TRENDING:

Scam-OTP: আর OTP-র ঝামেলা থাকবে না! টাকা চুরি আটকাতে নতুন ব্যবস্থা রিজার্ভ ব্যাঙ্কের! এখুনি জানুন

Last Updated:
Scam-OTP: প্রতারকদের খপ্পর থেকে গ্রাহকদের বাঁচাতে নয়া বিকল্প রিজার্ভ ব্যাঙ্কের। আর থাকবে না অ্যাকাউন্ট খালি হওয়ার ভয়!
advertisement
1/7
আর OTP-র ঝামেলা থাকবে না! টাকা চুরি আটকাতে নতুন ব্যবস্থা রিজার্ভ ব্যাঙ্কের!
ডিজিটাল জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ করছে রিজার্ভ ব্যাঙ্ক। ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি-র বদলে আসতে চলেছে নয়া প্রযুক্তি। ডিজিটাল পেমেন্ট অথেন্টিকেশনের জন্য ওটিপি গুরুত্বপূর্ণ। কিন্তু স্ক্যামাররা ওটিপি হাতিয়ে নিয়ে প্রতারণা করে। লোপাট করে দেয় অ্যাকাউন্টের টাকা।
advertisement
2/7
তাই প্রতারকদের খপ্পর থেকে গ্রাহকদের বাঁচাতে নয়া বিকল্প আনার কথা ভাবছে রিজার্ভ ব্যাঙ্ক। এক্ষেত্রে স্মার্টফোন অথেন্টিকেশন অ্যাপ বা বায়োমেট্রিক সেন্সরের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। তবে ওটিপি-র বিকল্প হিসেবে কোন প্রযুক্তি রিজার্ভ ব্যাঙ্ক ব্যবহার করতে চলেছে, সেই সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
advertisement
3/7
তবে কিছুদিনের মধ্যে এসএমএস ভিত্তিক ওটিপি যে উঠে যাবে এটা একপ্রকার নিশ্চিত। অথেন্টিকেশনের অন্যান্য বিকল্প থাকলে গ্রাহকরা আরও নিশ্চিন্তে পেমেন্ট বা লেনদেন করতে পারবেন।
advertisement
4/7
হ্যাকাররাও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। ওয়ান টাইম পাসওয়ার্ড যে পুরোপুরি সুরক্ষিত নয়, তা আগেও একাধিকবার প্রমাণিত হয়েছে। এক্স (পূর্বে ট্যুইটার নামে পরিচিত) এসএমএস ভিত্তিক যাচাইকরণ প্রক্রিয়া আগেই সরিয়ে দিয়েছে। ইউজারদের এখন অ্যাপে লগ ইন করার জন্য অথেন্টিকেশন অ্যাপ ব্যবহার করতে হয়।
advertisement
5/7
নিরাপত্তা কম তো বটেই। তাছাড়া ওটিপি ব্যবহারে আরও অনেক সমস্যা রয়েছে বলে মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক। ওটিপি-র বদলে ব্যাঙ্কগুলি এমপিআইএন ব্যবহার করতে পারে। ইউপিআই পেমেন্ট করার সময় যেমন বিশেষ নম্বর ব্যবহার করা হয়, ঠিক সেরকম।
advertisement
6/7
ওটিপি-র বদলে অন্য অথেন্টিকেশন অ্যাপ ব্যবহারের জন্য ইকোসিস্টেমেরও বড় পরিবর্তন প্রয়োজন। তবে এর ফলে যাঁরা এখনও ফিচার ফোন ব্যবহার করেন, যাতে অ্যাপ সাপোর্ট করে না, তাঁরা সমস্যায় পড়তে পারেন বলে মনে করছেন অনেকে।
advertisement
7/7
রিজার্ভ ব্যাঙ্ককে এই সমস্ত দিক বিবেচনা করেই নতুন বিকল্প ব্যবস্থা নিয়ে আসতে হবে। যাতে শুধু অ্যাপের অ্যাক্সেস রয়েছে এমন ডিভাইস নয়, সবাই ব্যবহার করতে পারেন। কবে নতুন অথেন্টিকেশন অ্যাপ চালু হবে এখনও জানা যায়নি। তবে এই বদল যে আসতে চলেছে, এবং সুরক্ষার জন্য প্রয়োজনও, সে কথা অস্বীকার করা যায় না।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Scam-OTP: আর OTP-র ঝামেলা থাকবে না! টাকা চুরি আটকাতে নতুন ব্যবস্থা রিজার্ভ ব্যাঙ্কের! এখুনি জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল