'স্মার্টফোন বিদায় নেবে ২০৩০ সালে', বিল গেটসের চাঞ্চল্যকর দাবি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bill Gates Claim On Smartphone: স্মার্টফোনের দিন কি ঘনিয়ে এল! তা হলে মানুষ কি ব্যবহার করবে! জানিয়ে দিলেন বিল গেটস।
advertisement
1/5

স্মার্টফোনের আয়ু আর কতদিন! কারও কাছে প্রয়োজন, কারও কাছে আসক্তি এই স্মার্টফোন। তবে বর্তমান যুগে স্মার্টফোন ছাড়া কারও চলে না। সেই স্মার্টফোন নাকি ২০৩০ সালে মানুষের জীবন থেকে বিদায় নেবে। দাবি বিল গেটসের।
advertisement
2/5
মাইক্রোসফটের প্রাক্তন প্রধান বিল গেটস দাবি করেছেন, ২০৩০ সালে মানুষ ইলেকট্রনিক ট্যাটু ব্যবহার করবে। সেই ট্যাটুতে থাকবে একটি চিপ। সেই চিপের মাধ্যমে স্মার্টফোনের সব কাজ হয়ে যাবে।
advertisement
3/5
এর আগে নোকিয়ার সিইও পেক্কা লুন্ডমার্কও একই ভবিষ্যদ্বাণী করেছিলেন। জানিয়েছিলেন, স্মার্টফোনের বদলে মানুষের জীবনে জায়গা করে নেবে স্মার্ট চশমা।
advertisement
4/5
ইলেকট্রনিক ট্যাটু থাকবে মানুষের শরীরে। সেই ট্যাটুতে থাকবে একটি চিপ। তা দিয়েই সমস্ত কাজ হবে। এমনই জানিয়েছেন বিল গেটস। তিনি আরও বলেছেন, চলতি দশকের শেষের দিকে 6G চলে আসবে।
advertisement
5/5
ইলেকট্রনিক ট্যাটু প্রযুক্তি জগতে ব্যাপক পরিবর্তন আনবে বলে দাবি করেছেন বিল গেটস। তিনি বলেছেন, স্মার্টফোনের ইন্টারফেসে ব্যাপক পরিবর্তন আসবে এই ট্ঠায়ুর জন্য।