Samsung Mobile: এল সরকারি সতর্কতা, স্যামসংয়ের ফোনে নিরাপত্তার ভীষণ বিপদ! কী করবেন আপনি
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Samsung Mobile: স্যামসাং গ্যালাক্সি ফোনের ব্যবহারকারীদের জন্য বিশেষ সতর্কতা দেওয়া হল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে৷
advertisement
1/5

স্যামসাং গ্যালাক্সি ফোনের ব্যবহারকারীদের জন্য বিশেষ সতর্কতা দেওয়া হল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে৷ নতুন করে একটি নোটিশ জারি করা হয়েছে এই সূত্রে৷ ভারতীয় সরকারের ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমের পক্ষ থেকে স্যামসাং গ্যালাক্সি ফোনের নিরাপত্তা নিয়ে নানারকম প্রশ্ন চিহ্ন তুলেছে৷ (প্রতীকী ছবি)
advertisement
2/5
পুরনো ও নতুন মডেলের ক্ষেত্রেই এটি প্রযোজ্য৷ গত ডিসেম্বরের ১৩ তারিখে এই নিয়ে একটি বার্তা দেওয়া হয়েছে৷ এর ফলে নিরাপত্তা নিয়ে ভয়ানক প্রশ্ন উঠতে শুরু করেছে৷ এখনই নিরাপত্তার জন্য ব্যবহারকারীদের ওএস আপডেট করে নিতে হবে৷ (প্রতীকী ছবি)
advertisement
3/5
বিস্তারিত তথ্যে বলা হয়েছে, ফোনের নক্স ফিচারে সমস্যা রয়েছে৷ ফেশিয়াল রেকগনিজেশনের ক্ষেত্রেও বিপুল সমস্যা রয়েছে৷ এ ছাড়া এ আর ইমোজি অ্যাপের ক্ষেত্রে নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে৷ এ ছাড়াও বিভিন্ন সিস্টেম কম্পোনেন্টে মেমরি কোরাপশান ভালনারেবিলিটিসও রয়েছে৷ (প্রতীকী ছবি)
advertisement
4/5
এই সমস্যাটি তৈরি হয়েছে সফটওয়্যার অ্যান্ড্রয়েড ভার্সান ১১.১২, ১৩ ও ১৪-এর ক্ষেত্রে রয়েছে৷ রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি ফোনের ক্ষেত্রে৷ যতগুলি ফোনের ক্ষেত্রে, মানে সংখ্যায় যতগুলি ফোনের ক্ষেত্রে এটি দেখা গিয়েছে, তা দেখে বলা চলে, এটি একটি বড় সমস্যা৷ (প্রতীকী ছবি)
advertisement
5/5
এই সমস্যা যদি বাড়তে থাকে, তা হলে কী হবে৷ এর ফলে কোনও সফটওয়্যার আক্রমণকারী এগুলিকে বাইপাস করে ফোনে আক্রমণ করতে পারবে৷ এর ফলে সিম পিন হাতছাড়া হতে পারে, ফোনের স্যান্ডবক্সের তথ্য হাতছাড়া হতে পারে৷ এমন অনেক সমস্যাই হতে পারে৷ (প্রতীকী ছবি)