দারুণ সুখবর! ৫০,০০০ টাকা সস্তায় মিলছে Samsung Galaxy S24 Ultra; কিনবেন নাকি এই ফ্ল্যাগশিপ ফোন?
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Samsung Galaxy S24 Ultra--এর দাম কমেছে। এই ফ্ল্যাগশিপ ফোনটি মাত্র ৮১,০০০ টাকায় কীভাবে কিনতে পারবেন, তা জেনে নিন।
advertisement
1/7

আবারও শিরোনামে এসে গিয়েছে Samsung Galaxy S24 Ultra-র দাম কমার খবর। ফলে যাঁরা এই মুহূর্তে একটা ভাল ফোন কিনতে চাইছেন, তাঁদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। এই অফারটি যদিও অনলাইনেই পাওয়া যাচ্ছে। আর গত বছর Galaxy Ultra মডেলে ছাড়ে ঠিক যেভাবে কেনা হয়েছিল, সেই পদ্ধতিই এবারও অনুসরণ করতে হবে ক্রেতাদের।
advertisement
2/7
আর এই লেটেস্ট ডিলের সবথেকে ভাল বিষয় হল, এর জন্য গ্রাহকদের ব্যাঙ্ক কার্ড অফার অথবা অন্যান্য অফারের উপর নির্ভর করতে হবে না। অর্থাৎ এই ধরনের অফার ছাড়াই Samsung ডিভাইসে প্রচুর ছাড় পেতে পারেন তাঁরা।
advertisement
3/7
Samsung Galaxy S24 Ultra-র উপর বড়সড় ছাড়ের অফার: Samsung Galaxy S24 Ultra-র উপর অনলাইনে যে নতুন অফার পাওয়া যাচ্ছে, তাতে গ্রাহকরা এই ফোন পেয়ে যাবেন মাত্র ৮১০০০ টাকায়। এর উপর আরও ছাড় এবং ক্যাশব্যাকও পাওয়া যাবে। তবে সেক্ষেত্রে গ্রাহকের কাছে এলিজিবল কার্ড থাকতে হবে।
advertisement
4/7
Galaxy S24 Ultra এত দিন পাওয়া যাচ্ছিল ৯৫০০০ টাকার মধ্যে। তবে সেক্ষেত্রে অন্তর্ভুক্ত রয়েছে ব্যাঙ্ক অফারও। তবে যেহেতু Samsung এই ছাড় দিচ্ছে, তাই স্পেশ্যাল কার্ড ডিল ছাড়াই গ্রাহকরা এই ডিসকাউন্ট পেতে পারেন।
advertisement
5/7
Samsung Galaxy S24 Ultra পাওয়া যাচ্ছে ৮১৫০০ টাকায়: এই ফোনে রয়েছে অ্যান্টি-রিফ্লেক্টিভ প্যানেলের মতো ডিসপ্লে ফিচার। যা অনেকেই পছন্দ করেছেন। সেই ২০২৪ সাল থেকে এটি ভরসাযোগ্য Snapdragon 8 Gen 3 ফ্ল্যাগশিপ চিপসেট দ্বারা চালিত। সঙ্গে রয়েছে ১২ জিবি RAM। এর সবথেকে আকর্ষণী ফিচার হল ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। আর এর উত্তরসূরি ফোনটিতেও একই ক্ষমতার ক্যামেরা রাখা হয়েছে।
advertisement
6/7
আর এই ডিভাইসের প্রতিশ্রুতি দেওয়া ৭ বছরের OS আপগ্রেডের কথা ভুললে চলবে না। সেই সঙ্গে মিলবে ৭ বছরের সিকিউরিটি আপডেটও। ফলে এই ফোনটি ২০৩১ সাল পর্যন্ত ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। S24 মডেলের জন্য ভারতে এই মডেলটি One UI 7 আপডেট পেয়েছে। ফলে আউট অফ দ্য বক্স মিলবে আরও বেশি এআই ফিচার।
advertisement
7/7
আর খুব শীঘ্রই সংস্থার পক্ষ থেকে S24 Ultra-র জন্য ব্যবহারকারীরা Android 16-based One UI 8 ভার্সন পেয়ে যাবেন। ফলে এই দামে Galaxy S24 Ultra কিন্তু কেনা বুদ্ধিমানেরই কাজ হবে। বলে রাখা ভাল, বাজারে লঞ্চের সময় এই ফোনটির দাম ছিল ১,২৯,০০০ টাকা।