TRENDING:

পুজোয় নতুন মোবাইল কেনার প্ল‍্যান? Samsung দিচ্ছে ব‍্যাপক ছাড়! এ সুযোগ হাতছাড়া করবেন না

Last Updated:
Samsung-এর অফিশিয়াল ওয়েবসাইট, Samsung Shop অ্যাপ এবং Samsung এক্সক্লুসিভ স্টোরে এই ছাড় পাওয়া যাবে। সরাসরি ছাড়ের বাইরেও রয়েছে ২৭.৫ শতাংশ পর্যন্ত ব্যাঙ্ক ক্যাশব্যাক। এজন্য HDFC, ICICI এবং অন্য শীর্ষস্থানীয় ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে।
advertisement
1/12
পুজোয় নতুন মোবাইল কেনার প্ল‍্যান? Samsung দিচ্ছে ব‍্যাপক ছাড়!
Galaxy Watch 6 Classic , Galaxy Watch 6 , Galaxy Buds FE এবং Galaxy Bud 2 Pro-সহ স্মার্ট উয়্যারেবল এবং অ্যাকসেসারিজেও আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে।
advertisement
2/12
Samsung-এ শুরু হয়েছে Fab Grab Fest। গত বৃহস্পতিবার এই ঘোষণা করেছে সংস্থাটি। এতে জনপ্রিয় কিছু স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, অ্যাকসেসারিজ এবং উয়্যারেবলে বড় ছাড় পাওয়া যাবে। হোম অ্যাপ্লায়েন্স যেমন স্মার্টটিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ এবং এয়ার কন্ডিশনারেও মিলবে ছাড়।
advertisement
3/12
Samsung-এর অফিশিয়াল ওয়েবসাইট, Samsung Shop অ্যাপ এবং Samsung এক্সক্লুসিভ স্টোরে এই ছাড় পাওয়া যাবে। সরাসরি ছাড়ের বাইরেও রয়েছে ২৭.৫ শতাংশ পর্যন্ত ব্যাঙ্ক ক্যাশব্যাক। এজন্য HDFC, ICICI এবং অন্য শীর্ষস্থানীয় ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে।
advertisement
4/12
উৎসব মরশুমে কিছু শীর্ষস্থানীয় স্মার্টফোনে প্রায় ৪৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। দেখে নেওয়া যাক কী কী রয়েছে এই তালিকায়— ১. Samsung Galaxy Z Fold 5 এবং Galaxy Z Flip 5 গত জুলাই মাসে লঞ্চ হয়েছে৷ লঞ্চের সময় Fold 5-এর দাম ছিল ১,৫৪,৯৯৯ টাকা, Flip 5-এর দাম ছিল ৯৯,৯৯৯ টাকা।
advertisement
5/12
২. Samsung Galaxy S23 Ultra-তেও পাওয়া যাবে ৪৫ শতাংশ ছাড়। বেস এবং Pro মডেলেও এই ছাড় মিলবে। এর দাম ১,২৪,৯৯৯ টাকা।
advertisement
6/12
৩. সম্প্রতি লঞ্চ করেছে Galaxy S23 FE , Galaxy S23 সিরিজের Fan Edition। ভারতে এর দাম ৫৯,৯৯৯ টাকা।
advertisement
7/12
৪. ২০২২ সালের অগাস্টে লঞ্চ হওয়া Galaxy Z Fold 4-এর প্রারম্ভিক মূল্য সেই সময় ভারতে ছিল ১,৫৪,৯৯৯ টাকা।
advertisement
8/12
৫. এছাড়াও, ছাড় পাওয়া যাবে Samsung Galaxy A54 5G , Galaxy A34 5G , Galaxy M34 এবং Galaxy M14-তে৷
advertisement
9/12
স্মার্টফোন ছাড়াও ছাড় পাওয়া যাবে অন্য গ্যাজেটে, যেমন— ৪১ শতাংশ ছাড় মিলবে Galaxy Tab S9 সিরিজ, সম্প্রতি লঞ্চ হওয়া Galaxy Tab S9 FE , এবং Galaxy Tab S9 FE+-এ।
advertisement
10/12
Galaxy Watch 6 Classic , Galaxy Watch 6 , Galaxy Buds FE এবং Galaxy Bud 2 Pro-সহ স্মার্ট উয়্যারেবল এবং অ্যাকসেসারিজেও আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে।
advertisement
11/12
স্মার্টফোন ছাড়াও ছাড় পাওয়া যাবে অন্য গ্যাজেটে, যেমন— ৪১ শতাংশ ছাড় মিলবে Galaxy Tab S9 সিরিজ, সম্প্রতি লঞ্চ হওয়া Galaxy Tab S9 FE , এবং Galaxy Tab S9 FE+-এ।
advertisement
12/12
শুধু তাই নয়, Samsung ঘোষণা করেছে যেকোনও Galaxy Z Fold 5, Galaxy Z Flip 5, Galaxy S23 Ultra, Galaxy S23+, Galaxy S23, Galaxy S23 FE 5G, Galaxy A54 5G, বা Galaxy A34 5G মডেলে ১৪ অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কিনলে ৭০ শতাংশ পর্যন্ত রিসেল ভ্যালু ও বাইব্যাক অফার পাওয়া যাবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
পুজোয় নতুন মোবাইল কেনার প্ল‍্যান? Samsung দিচ্ছে ব‍্যাপক ছাড়! এ সুযোগ হাতছাড়া করবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল