Royal Enfield Twin 650 Anniversary Edition: মাত্র ১২০ সেকেন্ডে বিক্রি হয়ে গেল Royal Enfield-এর এই মোটরসাইকেল!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Royal Enfield Twin 650 Anniversary edition: ১২০ সেকেন্ডে বিক্রি হয়ে গেল ১২০টি ইউনিট! ভারতে এতটা জনপ্রিয় রয়্যাল এনফিল্ড!
advertisement
1/6

রয়্যাল এনফিল্ড (Royal Enfield) ভারতে তাদের ৬৫০ টুইন অ্যানিভার্সারি এডিশন রিলিজ করার মাত্র ১২০ সেকেন্ডের মধ্যে বিক্রি হয়ে গেল। আর সেইসঙ্গে হল নতুন রেকর্ড।
advertisement
2/6
রয়্যাল এনফিল্ড-এর ১২০তম জন্মদিন। সেই উপলক্ষে Interceptor 650 ও Continental GT 650 মডেল-এর অ্যানিভার্সারি এডিশন লঞ্চ করেছিল সংস্থাটি। এদেশে রয়্যাল এনফিল্ড-এর চাহিদা ঠিক কতটা তা আরও একবার প্রমাণ হয়ে গেল।
advertisement
3/6
এই স্পেশাল অ্যানিভার্সারি এডিশন সারা বিশ্বে মাত্র ৪৮০ টি ইউনিঠ বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল রয়্যাল এনফিল্ড। ভারতের বাজারে বিক্রির কথা ছিল ১২০টি ইউনিটের। যা কি না মাত্র ১২০ সেকেন্ডে বিক্রি হয়ে গেল।
advertisement
4/6
৬ ডিসেম্বর থেকে এই মডেল দুটির স্পেশাল এডিশন বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল সংস্থা। আগে এলে আগে পাওয়া যাবে, এই ছিল শর্ত। আর তাতে ১২০ সেকেন্ডের বেশি সময় লাগল না। হাই কাস্ট পিতল দিয়ে গড়া হয়েছে ট্যাঙ্ক। এছাড়া হাতে আঁকা পিনস্ট্রিপ রয়েছে এই স্পেশাল এডিশনে।
advertisement
5/6
ফুয়েল ট্যাঙ্কে একটি স্পেশাল ব্যাজ রয়েছে। সাইড বডি প্যানেলে একটি স্পেশাল ডিকল রয়েছে। আর প্রতিটি সূক্ষ্ণ ডিজাইন করা হয়েছে সোনালী রঙে। যা কি না এই মডেলকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।
advertisement
6/6
রিচ ব্ল্যাক ও ক্রোম-এর ব্যবহার বেশি করা হয়েছে এই মডেলে। এক্জস্ট কালো রঙের। উল্লেখ্য, ১৯০১ সালে লন্ডনে স্ট্যানলি সাইকেল শো-তে রয়্যাল এনফিল্ড তাদের প্রথম মডেল তুলে ধরেছিল। তার পর থেকে ১২০ বছর ধরে তাদের পথচলা। ভারতের অন্যতম জনপ্রিয় বাইক বিক্রেতা সংস্থা এখন রয়্যাল এনফিল্ড।