রয়্যাল এনফিল্ড-এর এই বাইক ভারতে বন্ধ! আর পাওয়া যাবে না! বড় সিদ্ধান্ত
- Published by:Suman Majumder
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Himalayan 411-এর সাশ্রয়ী সংস্করণ হিসেবে Scram 411 নিয়ে এসেছিল রয়্যাল এনফিল্ড। দুটি মডেলের মিলও অনেক।
advertisement
1/7

ভারতের বাজারে Scram 411-এর বিক্রি বন্ধ করে দিল রয়্যাল এনফিল্ড। অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এই মডেল তুলে নিয়েছে কোম্পানি। হঠাত কেন এই সিদ্ধান্ত? এই নিয়েই এখন চলছে জোর জল্পনাকল্পনা। এর আগে Scram 440 লঞ্চ করেছিল কোম্পানি। সম্প্রতি অটো এক্সপোতেও রাখা হয়েছিল এই মডেল। এর এক্স শোরুম দাম ২.০৮ লাখ টাকা।
advertisement
2/7
Himalayan 411-এর সাশ্রয়ী সংস্করণ হিসেবে Scram 411 নিয়ে এসেছিল রয়্যাল এনফিল্ড। দুটি মডেলের মিলও অনেক। ইঞ্জিন এবং চেসিস একদম এক। তবে Scram 411-তে স্ক্র্যাম্বলারের ক্ষমতা। শহুরে রাস্তায় চালানোর জন্য আদর্শ। এর সঙ্গে কিছু অফ রোড ট্রেইলও যোগ করা হয়েছিল।
advertisement
3/7
ইঞ্জিন: এই বাইকে 411 সিসি-এর ইঞ্জিন রয়েছে, যা 6,500 rpm-এ 24.3bhp শক্তি এবং 4,250 rpm-এ 32Nm টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনকে যুক্ত করা হয়েছে 5 স্পিড গিয়ারবক্সের সঙ্গে। কিন্তু হাইওয়েতে দ্রুত গতিতে চালানোর সময় ৬ নম্বর গিয়ারের প্রয়োজন হয়। Scram 411-তে তা ছিল না, চালককে সমস্যায় পড়তে হত।
advertisement
4/7
তবে ডিজিটাল রিডআউট সহ এনালগ ইন্সট্রুমেন্ট কনসোল এবং ট্রিপার নেভিগেশন স্ক্রীন এর মতো আধুনিক প্রযুক্তি ছিল Scram 411-তে। দীর্ঘ রাইডে রাস্তা চিনতে অসুবিধা হত না, ট্রিপার নেভিগেশন স্ক্রিন বন্ধুর মতো চালকের পাশে থাকত। এতে ১৫ লিটার ফুয়েল ট্যাঙ্ক এবং ২০০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স চড়াই উৎরাই রাস্তার জন্যও উপযুক্ত ছিল।
advertisement
5/7
নতুন রয়্যাল এনফিল্ড Scram 440-এ রয়েছে বড় ইঞ্জিন, বেশি শক্তি এবং ৬ স্পিড গিয়ারবক্স। ফলে 411-কে ভালই টক্কর দিতে পারবে বলে দাবি টু হুইলার বিশেষজ্ঞদের। এতে টিউব-টাইপ টায়ার সহ ওয়্যার স্পোক রিম এবং টিউবলেস টায়ার সহ অ্যালয় হুইলের বিকল্পও পাচ্ছেন চালকরা।
advertisement
6/7
এখন ময়দানে শুধু Scram 440: রয়্যাল এনফিল্ডের Scram 440-এর দাম একটু বেশি। মানে Scram 411-এর তুলনায়। Scram 440-এর দাম Scram 411-এর তুলনায় ২ হাজার টাকা বেশি। আর সেই কারণেই কোম্পানি Scram 411 বন্ধ করে দিয়ে Scram 440-এর রাস্তা পরিস্কার করে দিল বলে অনুমান করছেন টু হুইলার বিশেষজ্ঞরা।
advertisement
7/7
রয়্যাল এনফিল্ডের এই সিদ্ধান্ত ক্লাসিক বাইকপ্রেমী গ্রাহকদের জন্য বড় ধাক্কা সন্দেহ নেই। অনেকেই হতাশ। তবে তাঁরা Scram 411-এর জায়গায় Scram 440 পাচ্ছেন। এই নতুন অপশনও মন্দ নয়। তবে Scram 411-এর প্রতিটা ফিচার স্মরণীয় হয়ে থাকবে।