Royal Enfield Scram 411: Royal Enfield কেনার স্বপ্ন পূরণ করুন এবার, এত সস্তার মডেল আর পাবেন না
- Published by:Suman Majumder
Last Updated:
Royal Enfield Scram 411: পাহাড়, জঙ্গলে ছুটবে এই বাইক। কোনও রাস্তায় সমস্যা হবে না। এত সস্তায় রয়্যাল এনফিল্ড কেনার সুযোগ বারবার আসবে না।
advertisement
1/5

অ্যাডভেঞ্চার বাইক কেনার কথা ভাবছেন অনেকদিন ধরে! রয়্যাল এনফিল্ড-এর শখ! এবার তা পূরণ করে নিতে পারেন। Himalayan ADV সেকশনে সস্তর মোটরসাইকেল লঞ্চ করেছে।
advertisement
2/5
সাদা, সিলভার, ব্ল্যাক, ব্লু, গ্রাফাইট রেড কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১।
advertisement
3/5
ওল্ড স্কুল টাইপ হেডলাইট থাকবে এই মডেলে। ডিজিটাল সার্কুলার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ছাড়াও থাকবে আরামদায়ক সিট, এলইডি টেললাইট।
advertisement
4/5
Royal Enfield Scram 411-র ইঞ্জিন 24.3 bhp পাওয়ার আউটপুট ও 32 Nm পিক টর্ক জেনারেট করবে।
advertisement
5/5
এই মডেলের সামনের চাকা তুলনামূলক ছোট। ১৪৫৫ মিমি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়্যাল এনফিল্ড হিমালয়ানের থেকে ২০০ মিমি কম। সিট হাইট ৭৯৫ মিমি।