Royal Enfield Hunter 350: সব থেকে সস্তার বাইক আনছে Royal Enfield, বুলেট কেনার শখ পূরণ হতে পারে এই মাসেই
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Royal Enfield Hunter 350: এত সস্তায় রয়্যাল এনফিল্ড বাইক! ভাবতেই পারবেন না।
advertisement
1/6

Royal Enfield- এমন একটি ব্র্যান্ড যার চাহিদা এদেশে প্রায় সব সময়ই তুঙ্গে থাকে। এবার তারা সব থেকে সস্তার মডেল বাজারে আনছে।
advertisement
2/6
বহুদিন ধরেই এই মডেল-এর টেস্ট রাইড করছে রয়্যাল এনফিল্ড। এবার Royal Enfield Hunter 350 লঞ্চ করতে চলেছে সংস্থা।
advertisement
3/6
যতদূর জানা যাচ্ছে, নতুন মডেলটির সঙ্গে Royal Enfield Meteor-এর বেশ কিছু ফিচার-এর মিল থাকবে। 349cc ইঞ্জিন থাকবে নতুন মডেলে।
advertisement
4/6
নতুন মডেলে 20.2bhp পাওয়ার এবং 27Nm পিক টর্ক থাকবে। সঙ্গে একটি স্পোর্টিয়র এক্সহস্ট থাকতে পারে। তবে নতুন মডেলটি রেট্রো লুকের হবে।
advertisement
5/6
নতুন এই মডেলটির দাম ১.৩০-১.৪০ লাখ টাকা (এক্স শোরুম) হতে পারে। এই মডেলের দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে।
advertisement
6/6
ডাবল ক্র্যাডল চেসিস, টুইন পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকতে পারে।