Royal Enfield-এর দাম কতটা কমবে? নতুন GST, বাইক কেনার সেরা সময় এখনই, পুজোর মুখে বিরাট লাভ ক্রেতাদের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Royal Enfield- রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০-এর এক্স শো-রুম মূল্য প্রায় ₹১.৭৩ লক্ষ থেকে শুরু হয়। GST কমার পর এতে সরাসরি ₹১০-১২ হাজার পর্যন্ত সাশ্রয় হতে পারে। অর্থাৎ এখন বুলেট বাইক কেনা আগের তুলনায় অনেক বেশি সস্তা হবে।
advertisement
1/7

কেন্দ্রীয় সরকার GST হার পরিবর্তন করেছে। এখন থেকে ৩৫০cc বা তার কম ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন বাইকের উপর ২৮% এর পরিবর্তে শুধুমাত্র ১৮% GST প্রযোজ্য হবে। এর সরাসরি উপকার ক্রেতারা পাবেন। বাইক কেনা আগের চেয়ে সস্তা হয়ে যাবে। তাও আবার পুজোর মুখে।
advertisement
2/7

২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন জিএসটি। ফলে এবার থেকে বাইকের দাম আগের থেকে কিছুটা কমবে। চলতি বছরের শেষের দিকে বাইক কেনার সময় আপনি হয়তো সস্তায় পাবেন কিছুটা।
advertisement
3/7
রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০-এর এক্স শো-রুম মূল্য প্রায় ₹১.৭৩ লক্ষ থেকে শুরু হয়। GST কমার পর এতে সরাসরি ₹১০-১২ হাজার পর্যন্ত সাশ্রয় হতে পারে। অর্থাৎ এখন বুলেট বাইক কেনা আগের তুলনায় অনেক বেশি সস্তা হবে।
advertisement
4/7
বুলেটে ৩৪৯ সিসির ইঞ্জিন রয়েছে এবং এটি গড়ে প্রতি লিটার পেট্রলে ৩৫-৩৭ কিলোমিটার চলতে পারে। শহর ও হাইওয়েতে এর পারফরম্যান্স দুই ক্ষেত্রেই ভাল।
advertisement
5/7
রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০-এর এক্স-শোরুম দাম শুরু হয় প্রায় ২ লাখ টাকা থেকে। নতুন করের হার কার্যকর হওয়ার পর এতে প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় সম্ভব। তবে এখনও রয়্যাল এনফিল্ড-এর তরফ থেকে কোনও ঘোষণা করা হয়নি।
advertisement
6/7
মিটিওর ৩৫০-তে রয়েছে একই ৩৪৯ সিসি ইঞ্জিন। এর গড় মাইলেজ প্রায় ৩৫ কিলোমিটার প্রতি লিটার। এর বিশেষত্ব হল আরামদায়ক সিট এবং দীর্ঘ দূরত্বে মসৃণ রাইডিং, যার কারণে এটি তরুণদের মধ্যে খুবই জনপ্রিয় বাইকের মডেল।
advertisement
7/7
বাইকপ্রেমীরা জানেন, Royal Enfield বছরের পর বছর ধরে তাদের বাইকের ফিচার আপডেট করছে। তাই মানুষের মধ্যে এর জনপ্রিয়তা অব্যাহত রয়েছে। ফিচার আপডেট হওয়ায় এই মোটরসাইকেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। Royal Enfield Bullet 350 এর দাম বর্তমানে প্রায় আড়াই লাখ টাকার কাছাকাছি। ফলে অনেকের এই বাইকের শখ থাকলেও কেনার মতো সাধ্য থাকছে না। তবে এখন বাইক আগের থেকে কিছুটা হলেও সস্তা হবে।