TRENDING:

১ লিটার পেট্রোলে Royal Enfield Bullet 350 কত কিলোমিটার চলে? জানুন আসল মাইলেজ

Last Updated:
এখন দেখে নেওয়া যাক এক লিটার পেট্রোলে ঠিক কতটা দূর যেতে পারে এই বাইক বুলেট ৩৫০ সিঙ্গেল সিলিন্ডার ৪ স্ট্রোক এয়ার ওয়েল কুলড ইঞ্জিন আছে। মোটরসাইকেলে এই ইঞ্জিন থেকে ৬,১০০ rpm-এ ১৪.৮৭ কিলো ওয়াট শক্তি পাওয়া যায়।
advertisement
1/5
১ লিটার পেট্রোলে Royal Enfield Bullet 350 কত কিলোমিটার চলে? জানুন আসল মাইলেজ
বুলেট ৩৫০ রয়্যাল এনফিল্ড বাইকচালকদের কাছে অন্যতম জনপ্রিয় একটি বাইক। এই বাইকপ্রেমীদের কাছে এই বাইকের চাহিদা দিন প্রতিদিন বেড়েছে।
advertisement
2/5
দেখে নেওয়া যাক এক লিটার পেট্রোলে ঠিক কতটা দূর যেতে পারে এই বাইকবুলেট ৩৫০ সিঙ্গেল সিলিন্ডার ৪ স্ট্রোক এয়ার ওয়েল কুলড ইঞ্জিন আছে।মোটরসাইকেলে এই ইঞ্জিন থেকে ৬,১০০ rpm-এ ১৪.৮৭ কিলো ওয়াট শক্তি পাওয়া যায়।
advertisement
3/5
এই বাইকের ইঞ্জিনে রয়েছে রয়েছে ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশনের সুবিধা।জানা গিয়েছে, এই বাইকটি অর্থাৎ বুলেট ৩৫০ ইঞ্জিন-সহ এক লিটার পেট্রোলে মোট ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে।
advertisement
4/5
এই মোটরসাইকেলে রয়েছে মোট ৫ স্পিড গিয়ার বক্স। একইসঙ্গে এই বাইকে রয়েছে ১৭০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ১৩৯০ এমএম হুইলবেস।
advertisement
5/5
বুলেট ৩৫০-এর এক্স শোরুম মূল্য শুরু ১ লক্ষ ৬২ হাজার ১৬১ টাকা থেকে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
১ লিটার পেট্রোলে Royal Enfield Bullet 350 কত কিলোমিটার চলে? জানুন আসল মাইলেজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল