১ লিটার পেট্রোলে Royal Enfield Bullet 350 কত কিলোমিটার চলে? জানুন আসল মাইলেজ
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এখন দেখে নেওয়া যাক এক লিটার পেট্রোলে ঠিক কতটা দূর যেতে পারে এই বাইক বুলেট ৩৫০ সিঙ্গেল সিলিন্ডার ৪ স্ট্রোক এয়ার ওয়েল কুলড ইঞ্জিন আছে। মোটরসাইকেলে এই ইঞ্জিন থেকে ৬,১০০ rpm-এ ১৪.৮৭ কিলো ওয়াট শক্তি পাওয়া যায়।
advertisement
1/5

বুলেট ৩৫০ রয়্যাল এনফিল্ড বাইকচালকদের কাছে অন্যতম জনপ্রিয় একটি বাইক। এই বাইকপ্রেমীদের কাছে এই বাইকের চাহিদা দিন প্রতিদিন বেড়েছে।
advertisement
2/5
দেখে নেওয়া যাক এক লিটার পেট্রোলে ঠিক কতটা দূর যেতে পারে এই বাইকবুলেট ৩৫০ সিঙ্গেল সিলিন্ডার ৪ স্ট্রোক এয়ার ওয়েল কুলড ইঞ্জিন আছে।মোটরসাইকেলে এই ইঞ্জিন থেকে ৬,১০০ rpm-এ ১৪.৮৭ কিলো ওয়াট শক্তি পাওয়া যায়।
advertisement
3/5
এই বাইকের ইঞ্জিনে রয়েছে রয়েছে ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশনের সুবিধা।জানা গিয়েছে, এই বাইকটি অর্থাৎ বুলেট ৩৫০ ইঞ্জিন-সহ এক লিটার পেট্রোলে মোট ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে।
advertisement
4/5
এই মোটরসাইকেলে রয়েছে মোট ৫ স্পিড গিয়ার বক্স। একইসঙ্গে এই বাইকে রয়েছে ১৭০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ১৩৯০ এমএম হুইলবেস।
advertisement
5/5
বুলেট ৩৫০-এর এক্স শোরুম মূল্য শুরু ১ লক্ষ ৬২ হাজার ১৬১ টাকা থেকে।