Room Heater-Health Risks: রাতে রুম হিটার চালিয়ে ঘুমোচ্ছেন? এই ভুলে শরীরে বিষক্রিয়া হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে! সাবধান
- Published by:Piya Banerjee
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Room Heater-Health Risks: শীত থেকে বাঁচতে অনেকেই রাতে রুম হিটার চালিয়ে ঘুমোন! এতে বিরাট ক্ষতি হচ্ছে শরীরের! সাবধান করছেন বিশেষজ্ঞরা!
advertisement
1/8

হাড়কাঁপানো ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য স্পেস হিটারই ভরসা হয়ে উঠেছে। অথচ এই অভ্যাসই চরম বিপদ ডেকে আনছে। কারণ বদ্ধ ঘরে স্পেস হিটার চালিয়ে ঘুমোলে তা কিন্তু প্রাণঘাতী হয়ে যেতে পারে। এমনটাই সাবধানবাণী শুনিয়েছেন বিশেষজ্ঞরা। আসলে প্রতিবছর শীতে হিটার চালিয়ে ঘুমোনোর জেরে প্রচুর মানুষের প্রাণ যায়। এমন ঘটনা সংবাদমাধ্যমের হামেশাই প্রকাশিত হয়। photo source collected
advertisement
2/8
আসলে বিশেষজ্ঞদের বক্তব্য, শীতের রাতে ঘরে হিটার চালানোর সময় ব্যবহারকারীরা বেশ কিছু ভুল করে ফেলেন। আর যার জেরে ঘনিয়ে আসতে পারে মৃত্যুও। তাই জেনে নেওয়া যাক, হিটার চালানোর ক্ষেত্রে কী কী ভুল না করাই উচিত।
advertisement
3/8
বদ্ধ ঘরে রুম হিটার চালানো: অনেকেই শীতের রাতে দরজা-জানলা বন্ধ করে রুম হিটার চালিয়ে ঘুমোন। এই অভ্যাস অবিলম্বে ত্যাগ করতে হবে। কারণ বদ্ধ ঘরে রুম হিটার চালালে ঘরের মধ্যে কার্বন মনোক্সাইডের মাত্রা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে ঘরে অক্সিজেনের মাত্রা কমবে। ফলে মস্তিষ্কে রক্ত পরিবহণ সঠিক থাকবে না। যার জেরে ব্রেন হেমারেজ অথবা মৃত্যু অবধারিত।
advertisement
4/8
হার্টের রোগীদের জন্য: যাঁদের হার্টের রোগ রয়েছে, তাঁরা যদি রুম হিটার চালিয়ে ঘুমোন, তাহলে তাঁরা কার্বন মনোক্সাইডের সংস্পর্শে আসবেন। যা অতিরিক্ত জটিলতার আশঙ্কাও কয়েক গুণ বাড়িয়ে দেবে।
advertisement
5/8
কার্বন মনোক্সাইড পয়জনিংয়ের উপসর্গ: ঘরে হিটার চালিয়ে রাখলে ব্যবহারকারীর দেহ কার্বন মনোক্সাইডের সংস্পর্শে আসার ফলে তা থেকে শরীরে বিষক্রিয়া হতে পারে। এর উপসর্গগুলির মধ্যে অন্যতম হল - মাথাব্যথা, মাথা ঘোরানো এবং গা-বমি ভাব। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, এই সমস্ত উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে হিটার বন্ধ করে দরজা-জানলা খুলে দিয়ে সতেজ হাওয়ায় শ্বাস নিতে হবে।
advertisement
6/8
গ্যাস হিটার: শুধু রুম হিটারই নয়, গ্যাস হিটারও বিপদ ডেকে আনতে পারে। আসলে গ্যাস হিটার চালিয়ে রাখলেও ঘরে অক্সিজেনের মাত্রা কমে যায়। ফলে ঘুমের মধ্যেই মৃত্যু হওয়ার আশঙ্কা কয়েক গুণ বেড়ে যায়।
advertisement
7/8
চোখ এবং ত্বকের জন্য: রুম হিটার চালিয়ে রাখলে তা ত্বক এবং চোখের আর্দ্রতা শুষে নিতে পারে। ফলে চোখ আর ত্বকে চুলকানি, জ্বালাপোড়া, লালচে ভাব, অ্যালার্জি এবং অস্বস্তি হতে পারে। বিশেষ করে রুম হিটার চালিয়ে রাখার ফলে কনজাংটিভাইটিস বা চোখ ওঠার সমস্যাও দেখা দেওয়ার আশঙ্কা থাকে।
advertisement
8/8
এই সমস্ত ঝুঁকি কমানোর পাশাপাশি আরও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। দাহ্য বস্তু হিটার থেকে দূরে রাখতে হবে আর শক্ত কোনও জায়গার উপরেই রাখা উচিত হিটার। ঘরে না থাকাকালীন কিংবা ঘুমোনোর সময় হিটার চালানো উচিত নয়। বন্ধ করে সব সময় প্লাগ খুলে রেখে দিতে হবে সেটি।