TRENDING:

RIL AGM 2020: ভারতে ৫জি পরিষেবা দিতে তৈরি রিলায়েন্স জিও, মুকেশ আম্বানির ঘোষণায় আলোড়ন

Last Updated:
ভারতে সম্পুর্ণ দেশীয় প্রযুক্তিতে ৫জি পরিকাঠামো তৈরি করে ফেলেছে রিলায়েন্স জিও।
advertisement
1/5
ভারতে ৫জি পরিষেবা দিতে তৈরি রিলায়েন্স জিও, মুকেশ আম্বানির ঘোষণায় আলোড়ন
ভারতে সম্পুর্ণ দেশীয় প্রযুক্তিতে ৫জি পরিকাঠামো তৈরি করে ফেলেছে রিলায়েন্স জিও। কেন্দ্রের অনুমোদন পেলেই ভারতে দ্রুত ৫জি পরিষেবা দিতে তৈরি জিও। রিলায়েন্সের বার্ষিক সভায় চেয়ারম্যান মুকেশ আম্বানির ঘোষণায় তোলপাড় টেলিকম বিশ্ব।
advertisement
2/5
৫জি নিয় পথ হাতড়াচ্ছে গোটা বিশ্ব। কোনও দেশই ৫জি পরিষেবা শুরুর ধারে-কাছে নেই। বুধবার রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানির ঘোষণা, ৫জি পরিষেবা দিতে তৈরি রিলায়েন্স। দেশীয় প্রযুক্তিতে তৈরি পরিকাঠামো ব্যবহার করবে জিও।
advertisement
3/5
রিলায়েন্স চেয়ারম্যানের ঘোষণায় গোটা দুনিয়ার টেলিকম সংস্থাগুলির মধ্যে আলোড়ন। ৫জি পরিকাঠামো তৈরির ঘোষণা করে, বিশ্বের অন্য সংস্থাগুলিকে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে গিয়েছে রিলায়েন্স জিও। রিলায়েন্স চেয়ারম্যানের ঘোষণা, সরকারি অনুমোদন পাওয়ার পর ৫জি পরিষেবা দিতে বেশি সময় লাগবে না। দুনিয়ার সব টেলিকম সংস্থাকে ৫জি সলিউশন সরবরাহ করতে চায় রিলায়েন্স জিও।
advertisement
4/5
বুধবার বার্ষিক বৈঠকে সেই পরিকল্পনাও তুলে ধরেন রিলায়েন্স চেয়ারম্যান ৷ তিন বছরে ৫০ কোটি গ্রাহককে জিও প্ল্যাটফর্মে টেনে আনার লক্ষ্যমাত্রার কথা তুলে ধরেছেন রিলায়েন্স চেয়ারম্যান। তাঁর বক্তব্য রিলায়েন্স জিও শুধু টেলিকম সংস্থা নয়, দুনিয়ার সেরা তথ্য-প্রযুক্তি সংস্থা হিসাবে উঠে আসছে।  
advertisement
5/5
গুগলের সঙ্গে যৌথভাবে অপারেটিং সিস্টেম তৈরি করবে জিও ৷ যৌথভাবে তৈরি হবে ৪জি ও ৫জি সহায়ক মোবাইল ৷ সস্তায় উন্নত স্মার্টফোন দিতে এবং ভারতকে ২জি মুক্ত করতেই সংস্থার এই পরিকল্পনা ৷ ভারতে এখনও বহু মানুষ ইন্টারনেট ও স্মার্টফোনের সুবিধা পান না। উন্নত জীবনযাপনের সুযোগ থেকেও বঞ্চিত হন। এমনই বহু কোটি ভারতীয় গ্রাহকের কথা ভেবেই ৫জি নীতি তৈরি করছে রিলায়েন্স জিও। রিলায়েন্স চেয়ারম্যানের ঘোষণা, এই গ্রাহকদের বাদ দিয়ে ডিজিটাল ভারতের প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব নয়।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
RIL AGM 2020: ভারতে ৫জি পরিষেবা দিতে তৈরি রিলায়েন্স জিও, মুকেশ আম্বানির ঘোষণায় আলোড়ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল