Jio Prepaid Plans: ৭০০ টাকায় দারুণ ৩ সুবিধা! বর্ষপূর্তিতে বড় ছাড় পাবে জিও প্রিপেড ব্যবহারকারীরা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Jio Prepaid Plans: রিলায়েন্স জিও তাদের অষ্টম বর্ষপূর্তিতে বড় ঘোষণা করল। এই উপলক্ষে দেশের প্রিপেইড ব্যবহারকারীদের জন্য বিশেষ অফার দিচ্ছে রিলায়েন্স জিও।
advertisement
1/7

রিলায়েন্স জিও তাদের অষ্টম বর্ষপূর্তিতে বড় ঘোষণা করল। এই উপলক্ষে দেশের প্রিপেইড ব্যবহারকারীদের জন্য বিশেষ অফার দিচ্ছে রিলায়েন্স জিও।
advertisement
2/7
গ্রাহকরা নির্বাচিত প্রিপেইড প্ল্যানগুলিতে বিশেষ অফার পেতে পারেন। ওটিটি-র সাবস্ক্রিপশন, স্পেশ্যাল মেম্বারশিপের মতো আরও অনেক কিছুতে ৭০০ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন৷
advertisement
3/7
Jio এখন ভারতে ৪৯০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারীকে বাজেট মূল্যে উচ্চ-গতির ডেটা এবং পরিষেবা অফার করে। Jio গ্রাহকরা ৫-১০ সেপ্টেম্বর পর্যন্ত রিচার্জ করলে ৭০০ টাকার তিনটি সুবিধা পাবেন৷
advertisement
4/7
আপনি যদি ৮৯৯ টাকা এবং ৯৯৯ টাকার ত্রৈমাসিক প্ল্যানটি কেনেন, বা ৩,৫৯৯ টাকার বার্ষিক প্ল্যান নেন, তবেই সুবিধাগুলি পাওয়া যাবে৷
advertisement
5/7
Jio রুপি ৮৯৯ এবং ৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যানগুলিতে প্রতিদিন ২ জিবি ডেটা খরচের সুবিধা আছে। যথাক্রমে ৯০ দিন এবং ৯৮ দিনের বৈধতা দেবে।
advertisement
6/7
যদিও ৩,৫৯৯ টাকার বার্ষিক প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা এবং ৩৬৫ দিনের বৈধতা দেওয়া হয়। এই প্ল্যানগুলিতে বিশেষ রিচার্জ অফারটি ১০টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন এবং ১৭৫ টাকায় ২৮ দিনের মেয়াদ-সহ ১০ জিবি ডেটা প্যাকের সুবিধা দেবে।
advertisement
7/7
এছাড়াও আপনি বিনামূল্যে ৩ মাসের Zomato গোল্ড মেম্বারশিপ এবং AJIO-তে ২৯৯৯ টাকার উপরে কেনাকাটা করলে ৫০০ টাকার AJIO ভাউচারও পাবেন।