গ্রাহদের জন্য সুখবর ! কাটবে না টাকা, অন্য নেটওয়ার্কে কল করতে ফ্রি টকটাইম দিচ্ছে Jio
Last Updated:
এই ওয়ান টাইম অফার প্ল্যানের ঘোষণার পর প্রথম ৭ দিনই পাওয়া যাবে
advertisement
1/6

জিও গ্রাহকদের জন্য সুখবর। কোম্পানি নিজের গ্রাহদের ৩০ মিনিট ফ্রি টকটাইম দিতে শুরু করছে।
advertisement
2/6
রিপোর্ট অনুযায়ী, প্রথমবার নিজের ফোন রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে যাবে ৩০ মিনিট ফ্রি টকটাইম। এটি ওয়ান টাইম অফার প্ল্যানের ঘোষণার পর প্রথম ৭ দিনই পাওয়া যাবে।
advertisement
3/6
জিও-র এই সীমিত সময়ের অফার সাম্প্রতিক সিদ্ধান্তের ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে চালু করা হয়েছে। নিজের প্যাক রিচার্জ করার পর গ্রাহকরা এই মেসেজের মাধ্যমে এই বার্তা জানিয়ে দেবে।
advertisement
4/6
IUC চার্জ অর্থাৎ ইন্টারকানেক্ট ইউজেস চার্জ বসিয়েছে জিও ৷ এবার থেকে জিওর গ্রাহকরা অন্য নেটওয়ার্কে কল করলে প্রতি মিনিটে ৬ পয়সা হিসেবে চার্জ দিতে হবে ৷ ৯ অক্টোবর থেকেই চালু হয়েছে এই নয়া নিয়ম ৷
advertisement
5/6
সেই ক্ষতি পুষিয়ে দিতে জিও সংস্থা গ্রাহকদের জন্য এনেছে নতুন টপ আপ প্ল্যান ৷ ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত IUC টপ আপ প্ল্যান লঞ্চ করেছে জিও ৷ ১০ টাকার প্ল্যানে গ্রাহকেরা অন্য নেটওয়ার্কে কল করার জন্য ১২৪ মিনিট টক টাইম পাবেন ৷
advertisement
6/6
২০ টাকার IUC টপ আপে রয়েথে ২৪৯ মিনিট কলিংয়ের সুবিধা ৷ ৫০ টাকায় পাওয়া যাবে ৬৫৬ মিনিট ও ১০০ টাকার টপ আপে রয়েছে ১৩২৬ মিনিট অন্য মোবাইল অপারেটর গ্রাহককে কল করার সুবিধা ৷