বাজারে এল Reliance JioFiber, জেনে নিন কীভাবে করবেন বুকিং
Last Updated:
মাত্র ৬৯৯ টাকায় টিভি, ইন্টারনেট, ল্যান্ডফোনের সঙ্গে দুদার্ন্ত Welcome Offer, বিনামূল্যে HD টিভি-সেট টপ বক্স ও আরও অনেক কিছু
advertisement
1/7

তিন বছর আগে জিও-র মাধ্যমে দেশের নেট পরিষেবার ছবি বদলে দেওয়া শুরু হয়েছিল। এবার ফাইবার অপটিক্স কেবলের মাধ্যমে ঘরে ঘরে উচ্চগতির নেট পৌঁছে যাবে। বৃহস্পতিবার বাজারে এল JioFiber ব্রডব্যান্ড। ৬টি আলাদা আলাদা ট্যারিফ প্ল্যান লঞ্চ করেছে JioFiber।
advertisement
2/7
রিলায়েন্স JioFiber এর ন্যূনতম ট্যারিফ প্ল্যান বছরে ৬৯৯ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮,৪৯৯ টাকা পর্যন্ত রয়েছে ৷ ভারতের ১৬০০ শহরে এবার মিলবে জিও ফাইবার পরিষেবা । জিও ফাইবার কানেকশন নিলে গ্রাহকেরা 100mbps থেকে 1gbps পর্যন্ত ইন্টারনেট স্পিড উপভোগ করতে পারবেন ৷
advertisement
3/7
সঙ্গে গ্রাহকদের জন্য রয়েছে দুর্দান্ত ওয়েলকাম অফার ৷ JioFiber-এর বার্ষিক প্ল্যান নিলে এর সঙ্গে ৫০০০ টাকা মূল্যের জিও হোম গেটওয়ে এবং 6400 টাকার জিও 4K সেট টপ বক্স মিলবে একদম বিনামূল্যে ৷ এমনকি 24 ইঞ্চি HD TV অথবা 32 ইঞ্চি HD TV বা 43 ইঞ্চি 4K TV -ও পেয়ে যেতে পারেন ফ্রি-তে ৷
advertisement
4/7
কীভাবে পাবেন জিও ফাইবার সার্ভিস - www.jio.com ওয়েবসাইটে যান বা MyJio app ডাউনলোড করুন। এখানে জিও ফাইবার সার্ভিসের জন্য রেজিস্টার করুন। আপনার অ্যারিয়াতে যদি জিও ফাইবার উপলব্ধ হয় তাহলে জিও রেপ্রেজেন্টেটিভ আপনাকে ফোন করবে।
advertisement
5/7
জিও অ্যাপ ডাউনলোড করউন কারুন এর সাহায্যেই সব কমিউনিকেশন হবে। মাসিক, কনভার্টেবেল, বা বার্ষিক প্ল্যান রিচার্জ করলে জিও ফাইবারের গ্রাহকরা পেয়ে যাবেন সেট-টপ বক্স।
advertisement
6/7
রিলায়েন্স JioFiber-এ রয়েছে ভারতের যেকোনও জায়গায় আনলিমিটেড কল করার সুবিধা সহ ল্যান্ডফোন কানেকশনও দেবে। এর সাহায্যে আপনি বিনাপয়সায় আনলিমিটেড কল করতে পারবেন গোটা দেশে। এছাড়াও আপনি সস্তায় ইন্টারন্যাশনাল কলও করতে পারবেন।
advertisement
7/7
এছাড়াও রয়েছে কনফারেন্সিং ফিচার-এর সুবিধা, রয়েছে টিভি ভিডিও কলিং এর সুবিধা, হোম নেটওয়ার্কিং, ডিভাইস সিকিউরিটি, ভার্চুয়াল রিয়ালিটির অনুভূতি, প্রিমিয়াম কনটেন্ট প্ল্যাটফর্মের মতো সুবিধাও রয়েছে।