২৪..২৩..২২..! AC-তে এক ডিগ্রি করে তাপমাত্রা কমালে কতটা বাড়ে বিদ্যুৎ বিল? জেনে রাখুন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Air Conditioner- বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এসির তাপমাত্রা ১ ডিগ্রি কমালে বিদ্যুৎ বিল বাড়তে পারে ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত। ফলে এসির তাপমাত্রা ২৪-এ রাখাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ।
advertisement
1/6

২৪ থেকে ২৬, সাধারণত এই তাপমাত্রায় এসি চালালে বিদ্যুতের বিল কিছুটা কম আসতে পারে। আর এই তথ্য এখন এসি যাঁরা চালান, তাঁরা প্রায় প্রত্যেকেই জানেন। সরকারের তরফেও ঘোষণা করা হয়েছে, এই তাপমাত্রায় এসি চালালে শরীরের পক্ষেও ভাল।
advertisement
2/6
গরমে এসি কেনার আগে অনেকেই ইলেকট্রিক বিল নিয়ে চিন্তা করেন। তবে কয়েকটা দিক মাথায় রাখলে ইলেকট্রিক বিল কিন্তু নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। আর সেই ট্রিকস-এর প্রথম শর্তই হল, এসি সঠিক তাপমাত্রায় চালাতে হবে।
advertisement
3/6
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মকালে এসি সঠিক উপায়ে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করলে অনেকটাই বিদ্যুৎ সাশ্রয় করা যায়। আসলে এসি কেনার পর অনেকেরই বিদ্যুৎ বিল নিয়ে চিন্তা থাকে সব থেকে বেশি।
advertisement
4/6
খুব গরম পড়লে আমাদের মধ্যে অনেকেই বাড়ির এসির তাপমাত্রা কমাতে শুরু করে দিই। তখন এসির তাপমাত্রা ২২ বা ২৩ ডিগ্রিতে সেট করেন অনেকে। ফলে ঘর চট করে ঠাণ্ডা হয়ে যায়। কিন্তু অনেকেই জানেন না, এত কম তাপমাত্রায় বেশিক্ষণ থাকাটা কিন্তু শরীরের জন্য ভাল নয়। এমনকী এসি একটানা কম তাপমাত্রায় চালানোটা মেশিনের জন্যও ভাল নয়।
advertisement
5/6
বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এসির তাপমাত্রা ১ ডিগ্রি কমালে বিদ্যুৎ বিল বাড়তে পারে ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত। ফলে এসির তাপমাত্রা ২৪-এ রাখাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ।
advertisement
6/6
আরও একটি ব্যাপার মাথায় রাখবেন, যে ঘরে এসি চালাচ্ছেন সেখানে যেন দরজা-জানালা ভালমতো বন্ধ থাকে। যাতে ঘরের ঠাণ্ডা বাতাস কোনওভাবে বাইরে যেতে না পারে! তা হলে কিন্তু ঘর ঠাণ্ডা হতে সময় নেবে এবাং বিদ্যুতের বিলও বাড়বে পাল্লা দিয়ে।