Reduce Electricity Bill: গরমে যত খুশি এসি, ফ্রিজ, পাখা, টিভি চালান! এই নিয়ম মানলে ইলেকট্রিক বিল আসবে মাত্র কয়েক-শো টাকা!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Reduce Electricity Bill: এই উপায় জানা থাকলেই গরমে বিদ্যুতের বিল আসবে সামান্য টাকা! সারাদিন এসি, ফ্যান, টিভি, ফ্রিজ যা খুশি চালান না কেন ইলেকট্রিক বিল আসবে মাত্র কয়েক-শো টাকা!
advertisement
1/10

তাপপ্রবাহে পুড়ছে গোটা রাজ্য! ঘরে বাইরে স্বস্তি নেই কোথাও! এই সময় সব থেকে বেশি চলে এসি, ফ্যান, ফ্রিজ! আর গরম কাল মানেই কাঁড়ি কাঁড়ি টাকার ইলেকট্রিক বিল! বিদ্যুতের বিল দিতে ঘাম ছুটে যায়! কিন্তু জানেন কী সহজ কয়েকটি উপায়ে এসি, ফ্যান সারাক্ষণ চালালেও বাড়বে না বিদ্যুতের বিল! photo source collected
advertisement
2/10
প্রথমেই মাথায় রাখতে হবে যে কোনও বৈদ্যুতিক জিনিস যখন দোকান থেকে কিনবেন তা যেন ফাইভ স্টার দেওয়া যন্ত্র হয়ে! এই সব প্রোডাক্টে বিদ্যুতের বিল কম ওঠে! photo source collected
advertisement
3/10
বাড়ির সব ইলেকট্রনিক জিনিস যেমন এসি, ফ্যান, চিমনি, ওয়াটার মেশিন, ফ্রিজ সব কিছু সার্ভিসিং করাতে হবে সময় মতো! এতে বিদ্যুত কম পোড়ে, সেই সঙ্গে জিনিস বেশি দিন ভাল থাকে! photo source collected
advertisement
4/10
এসি চালানোর সময় মাথায় রাখুন এই বিষয়! এসির তাপমাত্রা সব সময় ২৪ থেকে ২৭-এর মধ্যে রাখুন! এই তাপমাত্রায় রেখে সিলিং ফ্যান চালান। ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে! এসিতে টাইমার সেট করুন! যাতে ঘর ঠান্ডা হয়ে গেলে একটা সময় পর নিজে থেকে এসি বন্ধ হয়ে যায়! টানা এসি চালাবেন না! photo source collected
advertisement
5/10
এসি রিমোট দিয়ে বন্ধ করুন! তার পর ইলেকট্রিক সুইচ অর্থাৎ এসির সুইচ অফ করতে হবে! এতেও বিল কম উঠবে! photo source collected
advertisement
6/10
মোবাইল চার্জ হয়ে গেলে ইলেকট্রিক সুইচ বন্ধ করতে ভুলবেন না! সব সময় সব সুইচ বন্ধ রাখুন। ইন্ডিকেটরের লাইটেও কিন্তু বিল ওঠে। সুইচ বন্ধ থাকলে বিল উঠবে না! photo source collected
advertisement
7/10
ফ্রিজের ক্ষেত্রে একটা তাপমাত্রা ফিক্সড করে রাখুন। অটো অফ অপশন থাকলে সেটাতে দিয়ে রাখুন। না থাকলে দিনের কিছু সময় ফ্রিজ বন্ধ রাখুন। এতেও কম বিল উঠবে। সেই সঙ্গে ফ্রিজ বেশি দিন ভাল থাকবে! photo source collected
advertisement
8/10
ফ্যানের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ইলেকট্রনিক্স রেগুলেটর ব্যবহার করুন। তাই দরকার না হলে রেগুলেটর কম করে ফ্যান চালান! এতেও বিল কম উঠবে! photo source collected
advertisement
9/10
বাড়িতে নর্মাল টিউব বা বাল্বের বদলে সিএফএল বা এলইডি লাইট ব্যবহার করুন এতেও বিদ্যুতের বিল অনেক কমে যাবে! photo source collected
advertisement
10/10
টিভির ক্ষেত্রেও একটা নির্দিষ্ট সময় মেনে টিভি দেখুন। রিপিট টেলিকাস্ট বা একাধিক চ্যানেল ঘুরিয়ে ফিরিয়ে সারাদিন দেখলে চলবে না! সকলে এক সঙ্গে বসে টিভি দেখুন। দেখা হয়ে গেলে সুইচ বন্ধ করে দিন! দেখবেন গরম কালে এসি, ফ্যান, ফ্রিজ চালিয়েও বিদ্যুতের বিল এক ধাক্কায় অনেকটা কমে যাবে! ভাবতেও পারবেন না! photo source collected