Redmi: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, তাও ৮ হাজার টাকার কমে! তাক লাগাচ্ছে Redmi!
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Redmi কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে Redmi 12C ফোনে একটি ভাল অফারের কথা বলা হয়েছে।
advertisement
1/5

৮ হাজার টাকার কমেই পাওয়া যাচ্ছে Redmi কোম্পানির এক বাজেট ফোন। আসলে Redmi কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে Redmi 12C ফোনে একটি ভাল অফারের কথা বলা হয়েছে। এই স্মার্টফোনটি এই বছরের মার্চ মাসে ভারতে লঞ্চ করা হয়েছিল। এই ফোন ৮,৯৯৯ টাকায় ভারতে লঞ্চ করা হয়েছিল। এই দাম ফোনের ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্ট মডেলের জন্য।
advertisement
2/5
বর্তমানে, গ্রাহকরা কোম্পানির অফিসিয়াল সাইটে গিয়ে মাত্র ৭,৯৯৯ টাকায় এই ফোনটি ক্রয় করতে পারবে। একই সঙ্গে কোম্পানির এই ফোনের বেস মডেল অর্থাৎ ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টে ৮০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। প্রিপেড কেনাকাটায় গ্রাহকরা এই ছাড় পাবেন।
advertisement
3/5
একই ভাবে, ফোনের ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট মডেল লঞ্চের দামের পরিবর্তে ১০,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। এর সঙ্গে গ্রাহকদের আইসিআইসিআই এবং এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ইএমআই লেনদেনে ফ্ল্যাট ৫০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।
advertisement
4/5
Redmi 12C ফোনের ফিচার সম্পর্কে কথা বললে বলতে হয় এই স্মার্টফোনটি Android 12 ভিত্তিক MIUI 13-তে চলে। এই ফোনে রয়েছে ৬০Hz রিফ্রেশ রেট এবং ১৬০০×৭২০ পিক্সেল রেজোলিউশন সহ একটি ৬.৭১ ইঞ্চির HD+ LCD ডিসপ্লে। এই ফোনে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G85 প্রসেসর, যার RAM ৬ জিবি। একই সঙ্গে এই ফোনে ভার্চুয়াল র্যামের সমর্থনও রয়েছে।
advertisement
5/5
ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাকে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির প্রাথমিক ক্যামেরা ৫০ MP এবং এতে ২ MP-এর একটি অতিরিক্ত ক্যামেরাও পাওয়া যায়। সেলফি তোলার জন্য ফোনের সামনে একটি ৫ MP ক্যামেরা রয়েছে। এর ব্যাটারি ৫০০০ mAh এবং ১০W চার্জিং সাপোর্ট যুক্ত।