Jio Offer: ১০, ১০, মাত্র ১০ টাকা! রিচার্জ করে নিন তাতেই কেল্লাফতে, মেগা অফার আনল জিও
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
Recharge Plan: প্রতিদিন মিলবে ২ জিবি করে ডেটা; গ্রাহকদের সুবিধার্থে এক নয়া রিচার্জ প্ল্যান আনল Jio
advertisement
1/7

৩ জুলাই, ২০২৪ তারিখ থেকে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে Jio। অবশ্য Airtel এবং Vi-ও সেই পথে হেঁটেছিল। কারণ প্রিপেড এবং পোস্টপেড রিচার্জে প্রায় ১৫ শতাংশ পর্যন্ত দাম বাড়িয়েছে Jio। আর এই মূল্যবৃদ্ধির জেরে বহু গ্রাহকই ঝুঁকেছিলেন BSNL-এর দিকে। আসলে এই টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা আজও দেশের মধ্যে সবথেকে সাশ্রয়ী রিচার্জ প্ল্যানের সুবিধা প্রদান করে থাকে। আর এহেন অবস্থা দেখে গ্রাহকদের জন্য নতুন সাশ্রয়ী কিছু রিচার্জ প্ল্যান চালু করেছে Jio। Photo- Representative
advertisement
2/7
আসলে Jio-র নতুন রিচার্জ প্ল্যানে ২ জিবি দৈনিক ডেটার সঙ্গে আনলিমিটেড কলিংয়ের সুবিধা মিলছে ৯৮ দিনের জন্য। আর এর খরচও হবে খুব কম। দৈনিক মাত্র ১০ টাকায় এত সব সুবিধা পাওয়া যাচ্ছে। এই রিচার্জ প্ল্যানের বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক। Photo- Representative
advertisement
3/7
জিও-র ৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান:এই রিচার্জ প্ল্যানের মূল্য ৯৯৯ টাকা। আর এর ভ্যালিডিটি বা বৈধতা ৯৮ দিন। এর সুবিধাগুলির মধ্যে অন্যতম হল - আনলিমিটেজ কলিং এবং দৈনিক ১০০টি করে ফ্রি এসএমএস। এখানেই শেষ নয়, এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে ডেটাও পাবেন গ্রাহকরা। আর তা-ও ৯৮ দিনের জন্য। Photo- Representative
advertisement
4/7
এর পাশাপাশি এই প্ল্যান থেকে আনলিমিটেড ৫জি ইন্টারনেট অ্যাক্সেস একেবারে বিনামূল্যে পাওয়া যাবে। এর পাশাপাশি JioTV, JioCloud এবং JioCinema-র কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন গ্রাহকরা। Photo- Representative
advertisement
5/7
আবার অন্যদিকে ১৬১ টাকা, ১৮১ টাকা এবং ৩৬১ টাকার নতুন ডেটা প্যাক চালু করেছে Airtel। যার ভ্যালিডিটি ৩০ দিন। Airtel-এর ডেটা অফারিং উন্নত করার জন্যই এই অ্যাডিশনাল রিচার্জ অপশন এনেছে তারা। যা আগে রেস্ট্রিকটেড ভ্যালিডিটি-সহ বাছাই করা কয়েকটি প্ল্যানের ক্ষেত্রেই সীমিত ছিল। Photo- Representative
advertisement
6/7
১৬১ টাকার প্ল্যানে মিলবে ৩০ দিনের জন্য ১২ জিবি ডেটা। এতে অবশ্য দৈনিক সীমা বা ডেইলি লিমিট থাকবে না। এর অর্থ হল, প্রতি জিবি ডেটার জন্য খরচ পড়বে ১৩ টাকা। Photo- Representative
advertisement
7/7
১৮১ টাকার প্ল্যানে আবার ৩০ দিনের জন্য মিলবে ১৫ জিবি ডেটা। এক্ষেত্রেও অবশ্য দৈনিক সীমা বা ডেইলি লিমিট থাকবে না। এর অর্থ হল, প্রতি জিবি ডেটার জন্য খরচ পড়বে ১২ টাকা। আর সব শেষে ৩৬১ টাকার প্ল্যানে মিলবে ৩০ দিনের জন্য ৫০ জিবি ডেটা। এক্ষেত্রেও অবশ্য দৈনিক সীমা বা ডেইলি লিমিট থাকবে না। এর অর্থ হল, প্রতি জিবি ডেটার জন্য খরচ পড়বে ৭ টাকা। Photo- Representative