TRENDING:

Jio Recharge Offer: জিও বাজারে আনল ফের ধাঁসু রিচার্জ অফার, এই টাকায় এই সব সুবিধা, ফ্রি কলিং থেকে জিও সিনেমা জানুন

Last Updated:
Jio Recharge Offer: জিও-র ‘জিও কাকা’ অফার, এত্ত এত্ত কিছু দিচ্ছে পরিষেবা...
advertisement
1/8
JIO বাজারে আনল ফের ধাঁসু রিচার্জ অফার,এই টাকায় এই সব সুবিধা, ফ্রি কলিং
: রিচার্জ করার সময় গ্রাহকেরা নানারকম অফার দেখতে থাকেন৷ কোন  অফারটি তাঁর জন্যে সেরা হবে সেটা বুঝতেও পারেন না অনেকেই৷  প্রকৃতপক্ষে, বেশিরভাগ গ্রাহকই চান একটি সাশ্রয়ী মূল্যের প্যাক, অর্থাৎ সস্তা সেই প্যাকে টক টাইম এবং ডেটা দুটোই আপনার কাজে লাগবে৷ Photo- Representative
advertisement
2/8
গ্রাহককে যাতে বেশি খরচ করতে হবে না এবং একইসঙ্গে  প্রচুর সুবিধা পেতে পারে এই কথা  মাথায় রেখেই টেলিকম সংস্থাগুলি বিভিন্ন রিচার্জ প্ল্যান অফার করে৷ Photo- Representative
advertisement
3/8
 টেলিকম মার্কেটের জায়ান্ট কোম্পানি রিলায়েন্স জিও নিজেদের একাধিক অফার এরকম আনে যেখানে মানুষ তাঁদের সুবিধামতো রিচার্জ প্ল্যান বেছে নিতে পারে৷ যা এককথায় ‘সস্তায় পুষ্টিকর’- এরকমই একটা ৯৯৯ টাকার প্ল্যান এনেছে জিও৷ Photo- Representative
advertisement
4/8
কোম্পানি তাঁর গ্রাহকদের সুবিধার জন্য অনেক বিশেষ প্ল্যান অফার করে, যার মধ্যে ৯৯৯ টাকার একটি লেটেস্ট প্ল্যান এনেছে। এই প্ল্যানে এমন অনেক বৈশিষ্ট্য রয়েছে যা গ্রাহকদের আকৃষ্ট করতে পারে এই প্ল্যানে উপলব্ধ সুবিধাগুলি সম্পর্কে। Photo- Representative
advertisement
5/8
Jio-র  এই ৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকদের ৯৮ দিনের বৈধতা দেওয়া হয়। এর অর্থ হল একবার রিচার্জ হয়ে গেলে, আপনার কাছে ৩ মাসের বেশি ফ্রি সময় থাকবে। Photo- Representative
advertisement
6/8
প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা দেওয়া হয়, তাই যদি আমরা ৯৮ দিনের মোট ডেটার পরিমাণ দেখি, তাহলে এতে মোট ১৯৬ জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটি আনলিমিটেড 5G ডেটা পাওয়া যায়৷ Photo- Representative
advertisement
7/8
কলিংয়ের ক্ষেত্রে, প্রতিটি প্ল্যানের মতো এই প্ল্যানেও আনলিমিটেড কলিংয়ের সুবিধা দেওয়া হয়েছে। Photo- Representative
advertisement
8/8
এছাড়াও প্রতিদিন ১০০টি SMS পাওয়া যাবে। প্ল্যানে, Jio-র অ্যাপগুলিকে কমপ্লিমেন্টারি অ্যাক্সেস দেওয়া হবে, যার মধ্যে Jio TV, Jio Cinema এবং Jio ক্লাউড রয়েছে। তবে এই প্ল্যানের সঙ্গে Jio Cinema-র প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়া যাবে না। Photo- Representative
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Jio Recharge Offer: জিও বাজারে আনল ফের ধাঁসু রিচার্জ অফার, এই টাকায় এই সব সুবিধা, ফ্রি কলিং থেকে জিও সিনেমা জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল