কালো রঙের গাড়ি, লাখ লাখ মানুষের পছন্দ! জানেন কি, কালো গাড়ি কেন কিনতে নেই?
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
Black Cars- আসলে কালো রঙের গাড়ি যখন রাজপথ ধরে ছোটে, তখন সেটিকে দেখতে আলাদা রকমই আকর্ষণীয় লাগে। তাই বেশিরভাগ মানুষই কালো রঙের গাড়ি কিনতে পছন্দ করেন।
advertisement
1/6

আজকাল গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি নিজেদের জনপ্রিয় গাড়িগুলির ব্ল্যাক কালার এডিশন বাজারে আনে। কারণ কালো রঙের গাড়ির চাহিদা বরাবরই তুঙ্গে থাকে। আসলে কালো রঙের গাড়ি যখন রাজপথ ধরে ছোটে, তখন সেটিকে দেখতে আলাদা রকমই আকর্ষণীয় লাগে। তাই বেশিরভাগ মানুষই কালো রঙের গাড়ি কিনতে পছন্দ করেন। কিন্তু কালো রঙের গাড়ি কেনার আবার কিছু সমস্যাও রয়েছে। যা গাড়ির ক্রেতাদের আগে থেকেই জেনে রাখা উচিত। নাহলে গ্রাহকদের পরে রীতিমতো হাত কামড়াতে হবে। আজকের প্রতিবেদনে কালো রঙের গাড়ির সমস্যাগুলির কথাই আলোচনা করে নেওয়া যাক। তাই যাঁরা এই মুহূর্তে কালো রঙের গাড়ি কিনতে চান, তাঁদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই উপযোগী হতে চলেছে।
advertisement
2/6
গরমের মরশুমে ওভারহিটিং:কালো রঙ বেশি পরিমাণে সূর্যরশ্মি শোষণ করে নিতে পারে। এ কথা তো আমরা সকলেই জানি। আর কালো রঙের গাড়ি যেহেতু সূর্যের আলো অতিরিক্ত পরিমাণে শোষণ করে নেয়, তাই গরমের দিনে গাড়ির অন্দরের তাপমাত্রাও অনেকটাই বেড়ে যায়। ফলে গরমের মরশুমে গাড়ির ভিতরে থাকা এয়ার কন্ডিশনারকেও গাড়ির অন্দরটাকে ঠান্ডা করতে যথেষ্ট বেগ পেতে হয়। এর জন্য সেই সময় ফুয়েল কনজাম্পশনও অনেকাংশে বৃদ্ধি পায়।
advertisement
3/6
ধুলো-ময়লা আর কাদা বেশি করে দৃশ্যমান হয়:এমনিতে ব্যবহার করতে করতে গাড়ির গায়ে ধুলো-বালি লেগে যায় আর কালো রঙের গাড়ির গায়ে ধুলো-ময়লা বেশি পরিমাণে দৃশ্যমান হয়। তাই তা সময়ে সময়ে পরিষ্কার করতে হয়। সেই কারণে গাড়ির রক্ষণাবেক্ষণের উপর অনেকটাই টাকা খরচ হয়ে যায়।
advertisement
4/6
স্ক্র্যাচ এবং গাড়ির দাগও বেশি পরিমাণে দৃশ্যমান হয়:গাড়ির রঙ কালো হলে শুধু ধুলো-ময়লা, কাদা-জলই দৃশ্যমান হয় না, সেই সঙ্গে কালো রঙের গাড়ির গায়ে থাকা ছোটখাটো স্ক্র্যাচ বা আঁচড়ের দাগও বেশি পরিমাণে দৃশ্যমান হয়। যা গাড়ির সৌন্দর্য আর আকর্ষণীয়তা নষ্ট করে দিতে পারে।
advertisement
5/6
রঙ ফিকে হয়ে যাওয়া:দীর্ঘ সময় ধরে সূর্যের আলোয় থাকা কিংবা চলাচল করার দরুন গাড়ির কালো রঙ কিন্তু ফিকে হয়ে আসতে পারে। যার জেরে নতুন গাড়িটিকেও পুরনো বলে মনে হতে পারে।
advertisement
6/6
কম আলোয় দেখা খুবই কঠিন:গাড়ির রঙ কালো হলে কম আলো বা লো-লাইটে তা ভাল ভাবে দেখা যায় না। ফলে দুর্ঘটনার আশঙ্কা অনেকাংশেই বেড়ে যায়।