TRENDING:

ডিলিট করা মেসেজ পড়া ও আরও অনেক কিছু! হোয়াটসঅ্যাপে আসতে চলেছে একগুচ্ছ নয়া ফিচার

Last Updated:
advertisement
1/7
ডিলিট করা মেসেজ পড়া ও আরও অনেক কিছু! হোয়াটসঅ্যাপে আসতে চলেছে একগুচ্ছ নয়া ফিচার
অনেক সময়ই আমরা ভুল করে অন্য কাউকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে দিই তবে সেক্ষেত্রে আপনি "Delete for Everyone" অপশনের সাহায্যে এই মেসেজটি ডিলিট করে দিতে পারেন ।
advertisement
2/7
কিন্তু জানেন কি ডিলিট হয়ে যাওয়া মেসেজও আপনি পড়তে পারবেন । জেনে নিন কিভাবে পড়বেন ।
advertisement
3/7
কোনও মেসেজ ডিলিট করে দেওয়া হলে সেখানে 'This message has been deleted'-দেখানো হয়। তবে একটি থার্ড পার্টি অ্যাপের (Notification History) সাহায্যে এই মেসেজ আপনি পড়তে পারবেন । এই অ্যাপ মূলত আপনার ফোন নোটিফিকেশন অ্যাক্সেসের মাধ্যমে আপনাকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ পড়তে সাহায্য করবে ।
advertisement
4/7
এছাড়াও এইমুহূর্তে আরও ৪টি নতুন ফিচার আনার উদ্দেশ্যে কাজ করছে হোয়াটসঅ্যাপ । এদের মধ্যে একটি হল কোনও ছবি পাঠানো হলে আপনি নোটিফিকেশন বারেই সেই ছবিটি বড় আকারে দেখতে পাবেন । তবে এই অপশন ভিডিও ও GIF এর ক্ষেত্রে প্রযোজ্য নয় ।
advertisement
5/7
অনেকদিন থেকেই শোনা গিয়েছে হোয়াটসঅ্যাপে আসতে চলেছে স্টিকার অপশন যা ফেসবুকে ইতিমধ্যেই রয়েছে । এই মুহূর্তে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে ।
advertisement
6/7
এছাড়াও আরো দুটি ফিচার আনতে চলেছে- সোয়াইপ ট্যু রিপ্লাই ও ডার্ক মোড । সোয়াইপ টু রিপ্লাই অপশনের মাধ্যমে আপনি ডানদিকে সোয়াইপ করেই রিপ্লাই করতে পারবেন ।
advertisement
7/7
এছাড়াও ডার্ক মোড ফিচারের সাহায্যে আপনি অন্ধকারেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন ও এক্ষেত্রে চোখের উপর স্ট্রেস কম পড়বে ।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ডিলিট করা মেসেজ পড়া ও আরও অনেক কিছু! হোয়াটসঅ্যাপে আসতে চলেছে একগুচ্ছ নয়া ফিচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল