TRENDING:

শুধু এই ব্যক্তির একটি সই, 1995-এর এই সুপারহিট সিনেমার পোস্টার নিলাম 22 লক্ষ টাকায়

Last Updated:
স্টিভ জোবসের অটোগ্রাফ দেওয়া 'Toy Story' পোস্টার নিলাম হল ৩০ হাজার ডলারেরও বেশি মূল্যে।
advertisement
1/6
শুধু এই ব্যক্তির একটি সই, 1995-এর এই সিনেমার পোস্টার নিলাম 22 লক্ষ টাকায়
Pixar Animation Studios-এর Toy Story সিনেমাটি রিলিজ করেছিল 1995 সালে। এই সিনেমার পোস্টার নিমাল হল লস অ্যাঞ্জেলাসে।
advertisement
2/6
এই পোস্টারটি বিক্রি হয়েছে ৬ হাজার ডলারেরও বেশি মূল্যে। পোস্টারটির নিলাম শুরু হয় ২৫ হাজার ডলার থেকে।
advertisement
3/6
কারন এই পোষ্টারটিতে রয়েছে স্টিভ জোবসের সই। নিলাম সংস্থার পক্ষ থেকে Nate D Sanders জানিয়েছেন, এটা জোভসের সই করা দ্বিতীয় পোস্টার।
advertisement
4/6
এর আগে সালে জবস-এর সই করা একটি নেটওয়ার্ল্ড এক্সপো পোস্টার স্যান ফ্রান্সিসকোতে বিক্রি হয়েছিলো 19,640 মার্কিন ডলারে (প্রায় 14 লক্ষ) । ১৯৯২ সালে এই পোস্টারটি সই করেছিলেন তিনি।
advertisement
5/6
1995 সালের কিছু সময় পরে এই পোস্টারের সই করেছিলেন স্টিভ জোবস। পোস্টারটির সাইজ 36 x24ইঞ্চি ।
advertisement
6/6
পিক্সার স্টুডিওর প্রথম প্রযোজিত ছবি টয় স্টোরির (১৯৯৫ সাল) পোস্টার এটি। মুক্তির পরেই
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
শুধু এই ব্যক্তির একটি সই, 1995-এর এই সুপারহিট সিনেমার পোস্টার নিলাম 22 লক্ষ টাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল