TRENDING:

QR Code Scan: টাকা পেমেন্টের আগে সাবধানে করুন QR Code স্ক্যান! ছোট্ট ভুলেই বড় বিপদে পড়বেন

Last Updated:
QR Code Scan: আপনি যে দোকানে গিয়ে কিংবা কারোর QR কোড স্ক্যান করে পেমেন্ট করতে গেলে প্রথম যাচাই করে নেবেন।
advertisement
1/8
টাকা পেমেন্টের আগে সাবধানে করুন QR Code স্ক্যান! ছোট্ট ভুলেই বড় বিপদে পড়বেন
QR কোড স্ক্যান করে টাকা পেমেন্ট এখন কমবেশি অনেকেই করে থাকেন। কিন্তু এই বিষয়ে এখনও সতর্ক হয়ে যান। কারণ QR কোড স্ক্যানের আড়ালেও বড়সড় জালিয়াতি হতে পারে। (প্রতীকী ছবি)
advertisement
2/8
আপনি যে দোকানে গিয়ে কিংবা কারোর QR কোড স্ক্যান করে পেমেন্ট করতে গেলে প্রথম যাচাই করে নেবেন। কারণ, ভুয়ো QR কোড স্ক্যান করলে আপনিই বিপদে পড়বেন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
3/8
অনেক সময়ে প্রতারকরা ভুয়ো QR কোড দিয়ে থাকে। সেই ফাঁদে পা দিয়ে স্ক্যান করলে ব্যাঙ্কের সম্পূর্ণ তথ্য চলে যায় প্রতারকদের কাছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/8
তাই কোনও QR কোড স্ক্যান করলে প্রথম উপর যেই নামটি আসছে সেটি যাচাই করে নেবেন। তারপরেই আপনি পেমেন্ট করবেন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
5/8
QR কোড স্ক্যান করার সময়ে কিছু বিষয়ে সতর্ক থাকা উচিত। না হলে বিপাকে পড়তে পারেন আপনিও। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
6/8
অনেক সময়ে অভিযোগ ওঠে যে QR কোড স্ক্যানের সময়ে একটি লিঙ্ক সামনে চলে আসে। বিশেষজ্ঞরা বলেন, এমন সময়ে পেমেন্ট করার সময়ে সতর্ক থাকা উচিত। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
7/8
কারণ অনেক সময়ে ভুয়ো লিঙ্ক থাকে। আর এই লিঙ্কে ক্লিক করলেই বিপাকে পড়েন অনেকে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
8/8
তাই QR কোড স্ক্যান পেমেন্ট করার সময়ে সবসময়ে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। অসতর্কতার জন্য বড়সড় বিপাকে পড়তে পারেন আপনিও। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
QR Code Scan: টাকা পেমেন্টের আগে সাবধানে করুন QR Code স্ক্যান! ছোট্ট ভুলেই বড় বিপদে পড়বেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল