TRENDING:

ভারতে লঞ্চ হল PUBG Mobile Lite ! এবার ২ জিবিরও কম RAM-এ খেলা যাবে PUBG

Last Updated:
Google Play Store থেকে গ্রাহকরা PUBG Mobile Lite ডাউনলোড করে খেলতে পারবেন।
advertisement
1/6
ভারতে লঞ্চ হল PUBG Mobile Lite ! এবার ২ জিবিরও কম RAM-এ খেলা যাবে PUBG
অবশেষে ভারতে লঞ্চ হল PUBG Mobile-এর হালকা ভার্সন PUBG Mobile Lite। Google Play Store থেকে গ্রাহকরা PUBG Mobile Lite ডাউনলোড করে খেলতে পারবেন।
advertisement
2/6
এবার থেকে কম মেমোরির স্মার্টফোনেও খেলা যাবে জনপ্রিয় গেম PUBG Mobile। এই গেমের লাইট ভার্সন লঞ্চ করার পিছনে Tencent Games-এর মূল উদেশ্য হচ্ছে যাতে গেমাররা যেখানে, সেখানে যে কোনও ডিভাইসে খেলা যায় এই গেম।
advertisement
3/6
যে সব স্মার্টফোনে 2GB বার তার থেকেও কম RAM রয়েছে সেই সব ফোনের জন্য বিশেষভাবে এই গেম ডিজাইন করেছে চিনের কোময়ানিটি। কিন্তু PUBG Mobile গেমের তুলনায় PUBG Mobile Lite গেমে থাকছে তুলনামুলক ছোট ম্যাপ। এই গেমে মাত্র 60 জন খেলতে পারবে। মানে লাইট ভার্সনে ম্যাচ হবে রুদ্ধশ্বাস ম্যাচ আর শেষ হতে সময় লাগবে ১০ মিনিট
advertisement
4/6
PUBG Mobile Lite এর সাইজ 400 MB। Tencent Games এই কথা মাথায় রেখে গেমের হালকা ভার্সন তৈরি করেছে যে ভারতে বেশির ভাগ গেমাররা মোবাইলে গেম খেলে আর তারা বেশির ভাগ ফোনের বেশ ভেরিয়েন্ট ব্যবহার করে থাকে।
advertisement
5/6
নতুন খেলয়ার যারা এই গেমে যোগ দেবে তাঁদের জন্য রয়েছে অনেক রিওয়ার্ড, যেমন - নতুন গিয়ার আর গাড়ি।
advertisement
6/6
দুটি গেম মোড থাকছে পাবজি মোবাইল লাইটে। ক্লাসিক ও আর্কেড। মোড-প্রতি একটি ম্যাপ। কেবলমাত্র এশিয়া ও দক্ষিণ আমেরিকার সার্ভার অপশান থাকবে এই ভার্সানে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ভারতে লঞ্চ হল PUBG Mobile Lite ! এবার ২ জিবিরও কম RAM-এ খেলা যাবে PUBG
Open in App
হোম
খবর
ফটো
লোকাল