TRENDING:

শুরু হচ্ছে ভারতের সবচেয়ে বড় গেমিং প্রতিযোগিতা, PUBG খেলে জিতে নিন ২ লক্ষ টাকা

Last Updated:
এবার ভারতের সব থেকে বড় গেমিং টুর্নামেন্ট Dew Arena-এ যোগ হয়েছে PUBG Mobile
advertisement
1/5
শুরু হচ্ছে ভারতের সবচেয়ে বড় গেমিং প্রতিযোগিতা, PUBG খেলে জিতে নিন ২ লক্ষ টাকা
দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পাবজি মোবাইয। মাঝের মধ্যেই কোথাও না কোথাও অনুষ্ঠিত হচ্ছে এই গেমের প্রতিযোগিতা। এবার ভারতের সব থেকে বড় গেমিং টুর্নামেন্ট Dew Arena-এ যোগ হয়েছে PUBG Mobile।
advertisement
2/5
২০১৮ সালে 700,000 পার্টিসিপেন্ট অংশ নিয়েছিল Dew Arena-এর মোবাইল গেমিং লেগে। ভারতে সম্প্রতি মোবাইল গেমিয়ে বিশাল জনপ্রিয় হয়ে উঠেছে পাবজি।
advertisement
3/5
২ অক্টোবর অবধি প্রতিদিন অংশগ্রহণকারী PUBG Battle Royale-এ লড়াই করতে পারবে একে অপরের সঙ্গে। প্রিদিন ১০১তি ম্যাচ খেলা হবে। যারা প্রথম ১০০টি ম্যাচ জিতবে তাঁরা পৌঁছে যাবেন Daily Qualifier-এ আর পেয়ে যাবেন ৫০ টাকার ভাউচার।
advertisement
4/5
যে Daily Qualifier জিতবে সে পেয়ে যাবে ৫০০০ টাকা আর ফিনালের টিকিট। এই প্রতিযোগিতাতে গেমারা নিজের ট্যালেন্ট দেখাতে পারবে আর নিজের নামও করতে পারবে।
advertisement
5/5
যারা এই টুর্নামেন্টটি জিতবে তাঁরা পেয়ে যাবে ২ লক্ষ টাকা। Dew Arena ওয়েবসাইটে গিয়ে আপনি PUBG Mobile-এর জন্য রেজিস্টার করতে পারবেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
শুরু হচ্ছে ভারতের সবচেয়ে বড় গেমিং প্রতিযোগিতা, PUBG খেলে জিতে নিন ২ লক্ষ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল