PUBG-র নেশায় ১৯ বছরের ছেলে পৌঁছল হাসপাতালে, ডাক্তারেরাও দেখে ভয় পেলেন
Last Updated:
এবার PUBG-র নেশায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আইসিইউ-তে পৌঁছল ১৯ বছরের একটি ছেলে
advertisement
1/8

বিশ্বজুড়ে নেশার মতো ছড়িয়ে পড়ছে PUBG । তরুণ ও যুবকদের মধ্যে আলোড়ন তুলেছে এই গেম। কিন্তু তার ব্যবহারকারীদের এতটাই আচ্ছন্ন করেছে এই গেম যে তা ডেকে এনেছে প্রাণঘাতী দুর্ঘটনাও। (Photo collected)
advertisement
2/8
এবার PUBG-র নেশায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আইসিইউ-তে পৌঁছল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। (Photo Collected)
advertisement
3/8
ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। ২৬ আগস্ট ছেলেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তাঁর মা। (Photo collected)
advertisement
4/8
ভর্তি করার সময় তাঁর মা চিকিৎসকদের জানান, ছেলে ডান হাত এবং পা নাড়াতে পারছে না। এর আগেও বেশ কয়েকবার তীব্র মাথা ব্যথা এবং বমি হয়েছে বলেও জানান তিনি। (Photo collected)
advertisement
5/8
চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে ব্লাড ক্লট হয়েছে ওই ১৯ বছরের ছাত্রের। কমে গিয়েছে ছেলেটির ওজন-ও। শরীরে জলের ঘাটতি হওয়ায় ডিহাইড্রেশনো ভুগছে সে।
advertisement
6/8
চিকিৎসকরা আরও জানিয়েছেন, পাবজি খেলার জন্যই এই সমস্ত সমস্যা দেখা দিয়েছে। খেলার নেশায় ছাত্রটি এতই বুঁদ ছিল যে সে বিঝতেই পারেনি যে কতটি নিজের ক্ষতি করছে সে।
advertisement
7/8
ছেলেটির মা চিকিৎসকদের জানান ছেলের সাংঘাতিক নেশা রয়েছে, দিনে প্রায় ৬ থেকে ৭ ঘণ্টা পাবজি খেলে তাঁর ছেলে। এমনকী রাতে সবাই শুয়ে পড়লে চাদরের তলায় ফোন লুকিয়েও ভোর ৪টে অবধি গেম খেলত সে।
advertisement
8/8
খানিকটা সুস্থ হয়ে শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ওই ছাত্র। চিকিৎসকদের কড়া নির্দেশ, ফোনের আশেপাশেও যেন ঘেঁষতে না দেওয়া হয় তাঁকে।