New GST on AC : ৩৫ হাজার টাকার এসির দাম কমে কত হবে এবার? নতুন জিসএটি-তে বিরাট লাভ, এখনই এসি কেনার সেরা সময়
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
New GST on AC : নতুন জিএসটি লাগু হওয়ায় স্প্লিট এসির দাম ২,৮০০ থেকে ৫,৯০০ পর্যন্ত কমতে পারে। উইন্ডো এসির দাম প্রায় ৩,৪০০ পর্যন্ত কমবে এবার।
advertisement
1/6

এটাই হচ্ছে এসি কেনার সব থেকে ভাল সময়। জিএসটি কমায় এসির দাম কিন্তু অনেকটাই কমে গেল। ফলে এখন একটা এসি কিনতে হলে আগের থেকে অনেক কম দাম দিতে হবে। আজ আমরা আপনাদের বলব, ৩৫ হাজার টাকা দামের এসি এখন কত টাকায় পাবেন!
advertisement
2/6
ইনডাস্ট্রি এক্সপার্টরা বলছেন, এয়ার কন্ডিশনার, লার্জ স্ক্রিন টেলিভিশন ইত্যাদির দাম অনেকটা কমতে পারে। এন্ট্রি-লেভেল ৪৩ ইঞ্চি টিভির দাম ২,৫০০ টাকা থেকে ৫,০০০ পর্যন্ত কমল। ৫৫ থেকে ৬৫ ইঞ্চির মাঝারি মানের টিভির দাম কমেছে ৩,৪০০ টাকা থেকে ২০,০০০টাকা পর্যন্ত। প্রিমিয়াম টিভির ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা পাবেন গ্রাহকরা।
advertisement
3/6
নতুন জিএসটি লাগু হওয়ায় স্প্লিট এসির দাম ২,৮০০ থেকে ৫,৯০০ পর্যন্ত কমতে পারে। উইন্ডো এসির দাম প্রায় ৩,৪০০ পর্যন্ত কমবে এবার।
advertisement
4/6
এর মধ্যে আরও একটি সুখবর আছে। এই মুহূর্তে অ্যামাজন ও ফ্লিপকার্টে সেল চলছে। তার উপর নতুন জিএসটি। ফলে এখন এসি কিনলে অনেক টাকা সস্তায় পাবেন। এতদিন ৩৫ হাজার টাকার এসিতে ২৮ শতাংশ জিএসটি দিতে হত। এবার থেকে তা কমে ১৮ শতাংশ করা হয়েছে।
advertisement
5/6
অফিস এবং বড় কমপ্লেক্সে ব্যবহৃত বাণিজ্যিক এয়ার কন্ডিশনিং সিস্টেমগুলিও আগের তুলনায় সস্তা হবে। এমনকী দাম কমল ডিশওয়াশারের। ৪,০০০ থেকে ৮,০০০ পর্যন্ত কমছে দাম।
advertisement
6/6
জিএসটি কাউন্সিল আগে এসি-তে ২৮ শতাংশ জিএসটি ধার্য করত। সেটা এখন কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। নতুন হার আজ ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হল। নতুন এসি কিনতে চাইলে এখনই সেরা সময়।