এটিএম থেকে টাকা তুলে এই বোতামটা টেপেন তো? বড় বিপদ হতে পারে, সাবধান
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
ATM: অনেকেই টাকা তোলার পর এটিএম মেশিনে এই বোতামটা টেপেন না! সাবধান হোন এখনই।
advertisement
1/5

টাকা তুলতে ব্যাঙ্কে এখন অনেকেই আর যান না। এটিএম কাজটা সহজ করে দিয়েছে। তবে অনেকেই এটিএম থেকে টাকা তুলে একটা কাজ করতে ভুলে যান।
advertisement
2/5
অনেকেই টাকা তোলার পর এটিএম-এ ক্যানসেল বোতাম টিপে দেন। যদিও সেটা সব সময় না টিপলেও সমস্যা হবে না।
advertisement
3/5
ব্যাঙ্ক-এর তরফে জানানো হয়, এটিএমে টাকা তোলার প্রসেস শেষ হলে মেশিন নিজে থেকেই সব তথ্য ডিলিট করে দেয়। সেক্ষেত্রে আপনি ক্যানসেল বোতাম না টিপলেও সমস্যা হবে না।
advertisement
4/5
তবে অনেক সময় কিছু এটিএমে টাকা তোলার পরও স্ক্রিনে অপশন আসে, আপনি ট্রানজাকশন জারি রাখতে চান কি না! তখন আপনি ক্যানসেল বোতাম না টিপলে সমস্যা হতে পারে।
advertisement
5/5
তবে আপনার ট্রানজাকশন শেষ হওয়ার পর যদি এটিএমের হোম স্ক্রিন চলে আসে, তা হলে আপনি ক্যানসেল বোতাম না টিপলেও কোনও সমস্যা হবে না।