TRENDING:

Projector: পকেটেই রাখুন সিনেমা হল! ৩ হাজার টাকার কমেই ৬০ ইঞ্চির এই প্রজেক্টর মন কেড়ে নেবে!

Last Updated:
গ্রাহকরা বর্তমানে এটি জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon থেকে মাত্র ২,৯৯০ টাকায় কিনতে পারবেন।
advertisement
1/7
পকেটেই রাখুন সিনেমা হল! ৩ হাজার টাকার কমেই ৬০ ইঞ্চির এই প্রজেক্টর মন কেড়ে নেবে!
বর্তমানে বড় স্ক্রিনের টিভির চাহিদা খুবই বেশি। বাড়িতে বসেই সিনেমা এবং ওয়েব সিরিজ উপভোগ করার জন্য অনেকেরই প্রথম পছন্দ বড় স্ক্রিনের টিভি। এর জন্য বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন দামের টিভি নিয়ে এসেছে। বর্তমানে অনেক জনপ্রিয় কোম্পানি কম দামে বড় স্ক্রিনের টিভি লঞ্চ করে চলেছে।
advertisement
2/7
এছাড়াও বর্তমানে বাজারে আধুনিক ফিচার যুক্ত স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে। কিন্তু অনেকের কাছেই বড় স্ক্রিনের টিভি কিছুটা হলেও ব্যয়বহুল। তাদের জন্য কিন্তু একটি ভাল উপায় রয়েছে। বর্তমানে অনেকেই ঘরে বড় পর্দা লাগিয়ে টিভির মজা উপভোগ করেন।
advertisement
3/7
তাই যাঁরা ঘরে বসে বড় পর্দায় সিনেমা বা গেম উপভোগ করার জন্য একটি টিভি কিনতে না চান, তাঁরা একটি প্রজেক্টরও কিনতে পারেন। বাজারে বিভিন্ন ধরনের প্রজেক্টর রয়েছে। ভাল প্রজেক্টর খুব ব্যয়বহুল হলেও, রয়েছে পোর্টেবল মিনি প্রজেক্টর, যার দামও অনেক কম। কারও বাড়িতে টিভি থাকলেও তিনি এটি বাইরে ব্যবহারের জন্য কিনতে পারেন। এক নজরে দেখে নেওয়া যাক এর সমস্ত খুঁটিনাটি।
advertisement
4/7
আসলে এখানে পোর্টেবল মিনি প্রজেক্টর কালার এলইডি এলসিডির কথা বলা হচ্ছে। গ্রাহকরা বর্তমানে এটি জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon থেকে মাত্র ২,৯৯০ টাকায় কিনতে পারবেন।
advertisement
5/7
এই পোর্টেবল মিনি প্রজেক্টর কালার এলইডি এলসিডি প্রজেক্টরের অনেক ফিচার রয়েছে। এর মধ্যে সব উল্লেখযোগ্য হল এটি বহনযোগ্য। এছাড়াও, এটি একটি প্লেন স্ক্রিন বা দেয়ালে ৬০ ইঞ্চি পর্যন্ত একটি স্ক্রিন তৈরি করতে পারে। এটি এতই ছোট যে এটি সহজেই হাতের তালুতে ফিট হয়ে যায় এবং এটি একটি ব্যাগে রেখেও যে কোনও জায়গায় নিয়ে যাওয়া যায়।
advertisement
6/7
অ্যামাজনে দেওয়া তথ্য অনুযায়ী, বাইরে বেড়াতে যাওয়ার সময় পাওয়ার ব্যাঙ্ক থেকেও এটি চালানো যাবে। ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন এবং ট্যাবলেট সবই এতে সংযুক্ত হতে পারে।
advertisement
7/7
এর সঙ্গে পেনড্রাইভ, গেমিং কনসোল এবং হার্ড ড্রাইভও কানেক্ট করা যাবে। বিশেষ বিষয় হল হেডফোন বা হোম থিয়েটারও এর সঙ্গে পেয়ার করা যায়। এটি সর্বোচ্চ ৩ মিটার দূরত্ব থেকে ব্যবহার করতে হয় এবং এটি টেবিলে খা যায়। আউটডোর এন্টারটেনমেন্টের জন্য এটা খুবই ভাল।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Projector: পকেটেই রাখুন সিনেমা হল! ৩ হাজার টাকার কমেই ৬০ ইঞ্চির এই প্রজেক্টর মন কেড়ে নেবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল