Umbrella, Amazon: এক ছাতাতেই কামাল, শুধু বর্ষা নয় আরও অনেক বিপদের সঙ্গী হবে ‘এই’ ছাতা! গুণ জানলে অবাক হবেন
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এই বিশেষ ছাতার মাধ্যমে বৃষ্টির জল থেকে বাঁচার সঙ্গে সঙ্গে, আরও অনেক সুবিধা পাওয়া যাবে। এক নজরে দেখে নেওয়া যাক সেই বিশেষ ছাতার সমস্ত খুঁটিনাটি।
advertisement
1/6

ভারতে প্রবেশ করেছে বর্ষা। এর ফলে তীব্র গরম থেকে মানুষ থেকে মুক্তি পেলেও, এখন তাদের বৃষ্টির ফলে সমস্যার সম্মুখীন হতে হবে। এমন পরিস্থিতিতে বাড়ি থেকে বের হতে মানুষের ছাতার প্রয়োজন শুরু হয়েছে। এর ফলে যাঁরা এই বর্ষার মরশুমে একটি নতুন ছাতা ক্রয় করার কথা ভাবছেন, তাঁদের জন্য রয়েছে সুখবর। কারণ বাজারে চলে এসেছে এক বিশেষ ধরনের আধুনিক ছাতা। এই বিশেষ ছাতার মাধ্যমে বৃষ্টির জল থেকে বাঁচার সঙ্গে সঙ্গে, আরও অনেক সুবিধা পাওয়া যাবে। এক নজরে দেখে নেওয়া যাক সেই বিশেষ ছাতার সমস্ত খুঁটিনাটি।
advertisement
2/6
বর্ষায় রেনকোটের পরিবর্তে ছাতাই বেশির ভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়। কারণ রেনকোট পরার ঝামেলা থেকে বাঁচতে অনেকেই ছাতা ব্যবহার করে থাকেন- সেটা বাড়ির ছাদে যেতেই হোক বা পাশের দোকান থেকে জিনিসপত্র আনতে। বর্তমানে উন্নত প্রযুক্তির যুগে ছাতার ক্ষেত্রেও আধুনিকীকরণ করা হয়েছে। আমরা এখানে এমনই একটি আধুনিক ছাতার কথা বলতে যাচ্ছি।
advertisement
3/6
আসলে আমরা এখানে Portible Automatic Open Close Umbrella Flashlight Handle Umbrella কথা বলছি। গ্রাহকরা এটি এখন Amazon থেকে ১১৯৯ টাকায় ক্রয় করতে পারবেন।
advertisement
4/6
এই ছাতাটির বিশেষ সুবিধা, এটি কেবল বৃষ্টির জল থেকে সকলকে রক্ষা করবে না, বরং অন্ধকার হয়ে গেলে হাঁটাচলার জন্য এতে একটি টর্চও দেওয়া হয়েছে। এই জন্য এতে বিশেষ ডিজাইন করা হয়েছে।
advertisement
5/6
একই সঙ্গে এই ছাতা আপনা আপনি বন্ধও হয়ে যায়। এই ছাতা ওপেন করতে একবার প্রেস করলেই হবে এবং এটি বন্ধ করতেও একই বোতামে প্রেস করতে হবে। এই ফিচারটি বিশেষভাবে কাজে আসবে যখন কারও হাতে অনেক কিছু জিনিস থাকবে।
advertisement
6/6
শুধু তাই নয়, এই ছাতা ঝড়ো বাতাসেও বিশেষভাবে সহায়তা করে। মানে এটি শক্তিশালী বাতাস সহ্য করতে পারে এবং উল্টে যায় না। এতে ১০টি রিব দেওয়া হয়েছে। ভাঁজ করা হলে এটি ১১ ইঞ্চি হয়ে যায়। অর্থাৎ ভ্রমণের সময় এই কমপ্যাক্ট ছাতা বহন করাও সহজ।