Portable AC: দেওয়াল ফুটো করার দরকার নেই, থাকবে না ইনস্টল করার ঝঞ্ঝাট! কয়েক মিনিটেই ঘরকে কাশ্মীর বানাবে এই AC!
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Portable AC: বাড়ির সব ঘরে তো আর এসি ইনস্টল করা সম্ভব হয় না। তাই এসব ক্ষেত্রে কাজে আসে পোর্টেবল এসি। কিন্তু এমন এসি আবার হয় না কি?
advertisement
1/10

মে মাসেই যেন প্রচণ্ড তেজে আগুন ঝরাচ্ছে সূর্য। আর এই অবস্থায় স্বস্তি দিতে পারে শুধুমাত্র এসি-র ঠান্ডা হাওয়াই। কিন্তু বাড়ির সব ঘরে তো আর এসি ইনস্টল করা সম্ভব হয় না। তাই এসব ক্ষেত্রে কাজে আসে পোর্টেবল এসি। কিন্তু এমন এসি আবার হয় না কি? আর হলেও কোথায়ই বা পাওয়া যায়? আর এর দামই বা কেমন? বাজারে আজকাল পোর্টেবল এসি পাওয়া যায়। যা ব্যবহার করাও সহজ। তাহলে আজকের প্রতিবেদনে এই পোর্টেবল এসি-র সমস্ত খুঁটিনাটি আলোচনা করে নেওয়া যাক।
advertisement
2/10
থাকবে না কোনও এসি ইনস্টলেশনের ঝঞ্ঝাট: এসি কেনার কথা উঠলেই প্রথমে মাথায় আসে উইন্ডো অথবা স্প্লিট এসি-র কথাই। কিন্তু এই দুই ধরনের এসি ইনস্টল করতে গেলে ঘরের দেওয়াল অথবা জানলা ভাঙাভাঙি করতে হয়।
advertisement
3/10
পোর্টেবল এসি: চাকা লাগানো এসি আসলে পোর্টেবল এসি। এটি আকারেও ঠিকঠাক। অনেকটা স্মল টাওয়ার কুলারের মতোই এর উচ্চতা। সবথেকে বড় কথা হল, পোর্টেবল এসি ব্যবহার করাও বেশ সহজ।
advertisement
4/10
এসি-র তলায় চাকা: পোর্টেবল এসি-র তলায় চাকা লাগানো থাকে। তাই তা ইনস্টল করার প্রক্রিয়াও বেশ সহজ। আর চাকা থাকার কারণে ব্যবহার করতেও সুবিধা হয়।
advertisement
5/10
কোথায় মিলবে পোর্টেবল এসি? ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon India-তে মিলছে পোর্টেবল এসি। এখানে সেল চলছে। আর সেলের সময় অফারের সাহায্য নিয়ে এই এসি কিনে নেওয়া যেতে পারে।
advertisement
6/10
Amazon India-য় সেল: Amazon India-য় পাওয়া যাচ্ছে পোর্টেবল এসি। Cruise 1 Ton Portable এসি আসলে এক চাকাবিশিষ্ট। এই এসি-র দাম Amazon India দেখা যাচ্ছে ৩৩৯৯০ টাকা।
advertisement
7/10
কত বড় ঘরের জন্য উপযোগী? Cruise 1 Ton Portable AC মোটামুটি ৮০ থেকে ১০০ বর্গফুট ঘরে ভাল ভাবে কাজ করে। গরম হাওয়া বাইরে বার করে দেওয়ার জন্য এক্সজস্ট পাইপের ব্যবহার করতে হবে।
advertisement
8/10
১.৫ টনের পোর্টেবল এসি: Amazon India-র সেলে পাওয়া যাচ্ছে ১.৫ টনের এসি-ও। এর নাম হল AMFAH AMF-PDAC-18। এর দাম ৪৪৯৯০ টাকা।
advertisement
9/10
ভাঙাভাঙি করার প্রয়োজন নেই: পোর্টেবল এসি ঘরে ইনস্টল করার জন্য কোনও রকম ভাঙাভাঙির প্রয়োজন পড়বে না। এটি সহজেই ঘরে লাগানো যাবে।
advertisement
10/10
পোর্টেবল এসি বেশ দামিই হয়: উইন্ডো এসি অথবা স্প্লিট এসি-র তুলনায় পোর্টেবল এসি-র দাম অনেকটাই বেশি হয়। ১ টন পোর্টেবল এসি-র দাম ৩০ হাজার টাকারও বেশি হয়।