Air Cooler: প্লাস্টিক নাকি মেটাল, কোন কুলার ভাল? কেনার আগে অবশ্যই জানুন, গরম থেকে রেহাই পান সাশ্রয়ী মূল্যে
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
কোন কুলারটি কেনা উচিত, প্লাস্টিক বডির কুলার না কি মেটাল বডির কুলার? দেখে নেওয়া যাক কোন কুলার ঘরকে দ্রুত ঠাণ্ডা করে।
advertisement
1/8

বর্তমানে যে হারে গরম বেড়ে চলেছে, তার থেকে বাঁচার একমাত্র উপায় হল এসি। এসির দাম কিছুটা বেশি হওয়ায় অনেকেরই প্রথম পছন্দ কুলার। কিন্তু, অনেকেই হয়তো জানেন না যে, প্লাস্টিকের কুলার না মেটালের কুলারের মধ্যে কোনটা বেশি ঘর ঠাণ্ডা করে।
advertisement
2/8
ভারতের বিভিন্ন জায়গায় তীব্র হারে বেড়ে চলেছে তাপমাত্রা। এমন অবস্থায় সকলের পক্ষে এসির ঠাণ্ডা হাওয়া উপভোগ করা সম্ভব নয়। অনেকে শুধু ফ্যান দিয়েই কাজ চালাচ্ছেন। আবার কেউ কেউ কম বাজেটের মধ্যে কুলার ক্রয় করার কথা চিন্তা করছেন।
advertisement
3/8
কুলারের বিষয়ে অনেকের মনেই হয় যে, কোন কুলারটি কেনা উচিত, প্লাস্টিক বডির কুলার না কি মেটাল বডির কুলার। কারণ সকলেই চান কুলারের মাধ্যমে বেশি ঠাণ্ডা হাওয়া পেতে। এই জন্য তাঁরা এমন কুলার ক্রয় করতে চান, যাতে দ্রুত ও বেশি ঠাণ্ডা বাতাস পাওয়া যায়। এক নজরে দেখে নেওয়া যাক কোন কুলার ঘরকে দ্রুত ঠাণ্ডা করে।
advertisement
4/8
প্লাস্টিকের এয়ার কুলারগুলি হালকা ওজনের হয়। এর ফলে খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। বাড়ি বা অফিসের বিভিন্ন রুমে ব্যবহারের জন্য এই ধরনের কুলার সেরা। এছাড়াও প্লাস্টিকের বডির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকিও কম।
advertisement
5/8
অন্য দিকে, মেটাল এয়ার কুলারের তুলনায় এগুলি আরও লাভজনক। যা অনেকের কাছেই একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। প্লাস্টিকের এয়ার কুলার ডিজাইন, রঙ এবং আকারের উপর নির্ভর করে বিভিন্ন বিকল্পে পাওয়া যায়। যাতে গ্রাহকরা নিজেদের পছন্দের সেরা কুলার ক্রয় করতে পারে।
advertisement
6/8
যদি বেশি ঠাণ্ডার প্রয়োজন হয়, তাহলে মেটাল এয়ার কুলার একটি দুর্দান্ত বিকল্প। এগুলি অবশ্যই প্লাস্টিকের এয়ার কুলারের চেয়ে বেশি ব্যয়বহুল। কিন্তু, এর অনেক সুবিধা রয়েছে। মেটাল কুলারে আরও শক্তিশালী মোটর এবং ফ্যান থাকে, যা বেশি ঠাণ্ডা বাতাস বের করতে সাহায্য করে। ধাতব এয়ার কুলার প্লাস্টিকের কুলারের চেয়ে বেশি টেকসই।
advertisement
7/8
এটা বললে ভুল হবে না যে, প্লাস্টিকের এয়ার কুলারের চেয়ে মেটাল কুলার বেশিদিন স্থায়ী হতে পারে। যদিও মেটাল এয়ার কুলারেরও কিছু অসুবিধা রয়েছে। এই কুলারগুলি প্লাস্টিকের এয়ার কুলারের চেয়ে বড়। এতে চাকা না থাকার ফলে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সমস্যা হয়।
advertisement
8/8
উভয়ের দামের মধ্যেও পার্থক্য রয়েছে। প্লাস্টিকের এয়ার কুলারের দামের তুলনায় মেটাল এয়ার কুলারের দাম বেশি হয়।