TRENDING:

Plastic Cooler vs Metal Cooler: প্লাস্টিক না মেটাল? ৫০ ডিগ্রি গরমে কোন কুলার বেশি কাজে আসে জানেন! পকেটেও টান পড়বে না...

Last Updated:
Plastic Cooler vs Metal Cooler: চরম গরমে মেটাল কুলার বেশি কার্যকর হলেও, প্লাস্টিক কুলার হালকা ও বিদ্যুৎ সাশ্রয়ী। কোন কুলার আপনার জন্য সেরা, তা নির্ভর করে আপনার প্রয়োজন ও এলাকার তাপমাত্রার ওপর। বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে...
advertisement
1/8
প্লাস্টিক না মেটাল? ৫০ ডিগ্রি গরমে কোন কুলার বেশি কাজে আসে জানেন! পকেটেও টান পড়বে না...
জুন মাস শুরু হতেই দেশের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা ৪৫°C থেকে ৪৯°C ছুঁয়ে ফেলেছে। এর ফলে এসি ও কুলারের চাহিদা হঠাৎ করেই বেড়ে গিয়েছে। যেহেতু অনেকেই এসি কিনতে সক্ষম নন, তাই কুলার এখন অনেক বাড়িতেই অপরিহার্য হয়ে উঠেছে।
advertisement
2/8
বাজারে এখন প্লাস্টিক ও ধাতব দেহযুক্ত কুলার নানা আকার ও ডিজাইনে পাওয়া যায়। তবে অনেকেই দ্বিধায় পড়েন, এত গরমে কোন ধরণের কুলার বেশি কার্যকর – প্লাস্টিক নাকি ধাতব?
advertisement
3/8
মধ্যপ্রদেশের খারগোন জেলার কুলার প্রস্তুতকারক নীরজ রাঠোর জানিয়েছেন, এই গ্রীষ্মে ধাতব কুলারের জনপ্রিয়তা আবারও বাড়ছে। বিগত কয়েক বছরে প্লাস্টিক কুলার হালকা ও স্টাইলিশ ডিজাইনের জন্য জনপ্রিয় হয়ে উঠলেও, তীব্র গরমে ধাতব কুলার বেশি কার্যকর প্রমাণিত হচ্ছে।
advertisement
4/8
রাঠোরের মতে, ধাতব কুলার গুলো বেশি শক্তিশালী এয়ার ফ্লো দেয় এবং চরম তাপমাত্রাতেও ঘর দ্রুত ঠান্ডা করতে সক্ষম। পাশাপাশি, এগুলো দীর্ঘস্থায়ী এবং উচ্চ তাপমাত্রাতেও গঠন ঠিক রাখে। ফলে ৪৫-৫০ ডিগ্রি গরমেও এই কুলার ভালো কাজ করে।
advertisement
5/8
তবে ধাতব কুলারের কিছু অসুবিধাও রয়েছে। যেমন এগুলো ভারী হওয়ায় সরানো কঠিন, দেখতে সাধারণ, এবং অনেক সময় বেশি বিদ্যুৎ খরচ করে। তাছাড়া, ইনভার্টারে চলার সময় এদের পারফর্মেন্সও কমে যায়।
advertisement
6/8
অন্যদিকে, প্লাস্টিক কুলার হালকা ও সুন্দর ডিজাইনের জন্য জনপ্রিয়তা পেয়েছে। রাঠোর জানান, গ্রামাঞ্চলে এই কুলারের চাহিদা বেশি, কারণ সেখানে বিদ্যুৎ সমস্যা লেগেই থাকে। কম বিদ্যুৎ খরচে চলার ফলে ইনভার্টারেও এই কুলার অনেকক্ষণ ধরে চলে।
advertisement
7/8
তবে প্লাস্টিক কুলারেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। অত্যধিক গরমে এদের কুলিং ক্যাপাসিটি কমে যায়, বড় ঘরে এদের এয়ার থ্রো যথেষ্ট নয়। বেশিক্ষণ গরমে পড়ে থাকলে প্লাস্টিক দেহ বা ফ্যান ব্লেড নরম বা বিকৃত হয়ে যেতে পারে।
advertisement
8/8
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি তাপমাত্রা ৫০ ডিগ্রির কাছাকাছি যায়, তাহলে সস্তা কোম্পানির প্লাস্টিক কুলার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রোদে প্লাস্টিক গলে যেতে পারে বা ব্লেড বিকৃত হতে পারে। কিন্তু ধাতব কুলার সেই পরিস্থিতিতেও গঠন ঠিক রাখে এবং ভালো পারফর্ম করে, তাই বেশি গরমে ধাতব কুলারই বেশি টেকসই।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Plastic Cooler vs Metal Cooler: প্লাস্টিক না মেটাল? ৫০ ডিগ্রি গরমে কোন কুলার বেশি কাজে আসে জানেন! পকেটেও টান পড়বে না...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল