TRENDING:

২০%, ৩০%, নাকি ৪৫%? ফোন কখন চার্জে দেবেন...? বিশেষজ্ঞরাও জানেন না! জানুন সঠিক সময়

Last Updated:
Phone Charging Tips: বিশেষ করে বাথরুমের মতো আর্দ্র পরিবেশে এই ধরণের শর্ট সার্কিট ঘটে। এছাড়াও, সস্তার স্বার্থে, নিম্নমানের তারগুলি ব্যবহার করাও নিষিদ্ধ করা হয়েছে।
advertisement
1/10
২০%, ৩০%, নাকি ৪৫%? ফোন কখন চার্জে দেবেন? বিশেষজ্ঞরাও জানেন না! জানুন সঠিক সময়!
ব্যাটারির স্বাস্থ্যের জন্য ফোন কখন চার্জে দেওয়া উচিত? অনেকেই জানেন না সঠিক উত্তর। জেনে রাখুন, আপনি যদি কিছু সময়ের জন্য ফোন চার্জে রাখেন তবে আপনি একটি বড় ভুল করছেন। আজ এই প্রতিবেদনে আমরা আপনাকে এমন কিছু বিষয় সম্পর্কে জানাচ্ছি যাতে আপনি নিজেই বুঝতে পারবেন কত শতাংশে ফোন চার্জে রাখা সঠিক।
advertisement
2/10
স্মার্টফোন আসাতে আমাদের প্রতিটি ছোট-বড় কাজ বর্তমানে খুব সহজ হয়ে গিয়েছে। ফোনের ব্যাটারি পুরোপুরি চার্জ হয়ে গেলে কাজ চলতেই থাকে। কখনও অফিসের কাজ তো কখনও ফোন আর সোশ্যাল মিডিয়া সার্ফিং থেকে কেনাকাটি, খাবার অর্ডার সবই চলে এই ফোনে।
advertisement
3/10
আর এই কারণেই আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছেন যারা সুযোগ পেলেই সঙ্গে সঙ্গে ফোনটি চার্জারে লাগিয়ে দেন। ফোন চার্জে দেওয়ার কোনও সুযোগই এঁরা ছাড়েন না। '
advertisement
4/10
আমরা দেখি যে ফোনের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারির আয়ু কমতে শুরু করে। এর কারণ স্পষ্ট, আসলে ব্যবহারকারীদের বেশিরভাগেরই চার্জিং সম্পর্কিত অনেক ভুল ধারণা রয়েছে।
advertisement
5/10
প্রথমেই বলে রাখি ফোন বার বার চার্জে রাখা একেবারেই ঠিক নয়। এটি ব্যাটারির স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ফোনটি কত শতাংশ অবস্থায় চার্জে দেওয়া উচিত।
advertisement
6/10
আপনার ফোনের ব্যাটারির স্বাস্থ্য বজায় রাখার সর্বোত্তম উপায় হল এটিকে প্লাগ ইন করা যখন এটিতে প্রায় ২০% চার্জ থাকে এবং এটি সুপারিশ করা হয় যে ফোনটি ৮০-৯০% চার্জ করার পরেই একমাত্র চার্জ থেকে সরান।
advertisement
7/10
আপনি যদি দ্রুত চার্জিং এর চার্জার ব্যবহার করেন তবে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ ০% এ চার্জ করার ফলে প্রচুর তাপ তৈরি হয় এবং ৮০% এর উপরে চার্জ থাকলে সেক্ষেত্রে দ্রুত চার্জিং কম কার্যকর হয়৷
advertisement
8/10
তবে, ব্যাটারি অতিরিক্ত চার্জ হওয়ার কোনও বড় ঝুঁকি নেই। এটি বিশ্বাস করা হয় যে আজকাল ব্যাটারির স্বাস্থ্য বজায় রাখার জন্য ফোনগুলিতে অনেক 'ইনবিল্ট' বৈশিষ্ট্য রাখা হয়েছে। অনেক ফোনে এমন একটি বৈশিষ্ট্যও রয়েছে যাতে ফোনটি ০% -এ পৌঁছানোর আগেই বন্ধ হয়ে যায়।
advertisement
9/10
এছাড়া নিরাপত্তার কথা মাথায় রেখে স্থানীয় চার্জার ব্যবহার না করার পরামর্শও দেওয়া হয়। এগুলো ফোন এবং ব্যবহারকারী উভয়ের জন্যই নিরাপদ নয়। এতে থাকা উপাদানগুলো সঠিকভাবে উত্তাপ না থাকায় শর্ট সার্কিট ও আগুনের ঝুঁকি থাকে।
advertisement
10/10
.বিশেষ করে বাথরুমের মতো আর্দ্র পরিবেশে এই ধরণের শর্ট সার্কিট ঘটে। এছাড়াও, সস্তার স্বার্থে, নিম্নমানের তারগুলি ব্যবহার করাও নিষিদ্ধ করা হয়েছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
২০%, ৩০%, নাকি ৪৫%? ফোন কখন চার্জে দেবেন...? বিশেষজ্ঞরাও জানেন না! জানুন সঠিক সময়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল