দাম কমলো iPhone 13, iPhone 12 আর iPhone 11, এই সাইটে সস্তায় পাবেন আইফোন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
iPhone 14 লঞ্চের আগেই, এক ধাক্কায় দাম পড়ল iPhone-এর, Flipkart দিচ্ছে মহা সুযোগ
advertisement
1/6
খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে Apple-এর iPhone 14। হাতে আর মাত্র কয়েক দিন। জানা গিয়েছে, সেপ্টেম্বরের ৭ তারিখেই লঞ্চ হতে চলেছে iPhone-এর নতুন সিরিজ। কিন্তু, তার আগেই iPhone প্রেমীদের জন্য রয়েছে একটি সুখবর। নতুন iPhone বাজারে আসার আগেই অনেক পুরনো মডেলের দাম কমানো হয়েছে।
advertisement
2/6
জনপ্রিয় ই-কমার্স সংস্থা Flipkart-এ পুরনো iPhone পাওয়া যাচ্ছে বেশ কম দামে। iPhone-এর যে সব মডেলের দাম কমানো হয়েছে, তার মধ্যে রয়েছে iPhone 13, iPhone 12 এবং iPhone 11।
advertisement
3/6
Flipkart-এ iPhone 13 পাওয়া যাচ্ছে মাত্র ৬৫,৯৯৯ টাকায়। iPhone 13-এর আসল দাম ৭৯,৯৯৯ টাকা। অর্থাৎ ১৪,০০০ টাকা কমে পাওয়া যাচ্ছে এই ফোনটি। এই অফারটি পাওয়া যাচ্ছে iPhone 13-এর ১২৮ জিবি স্টোরেজ মডেলের সমস্ত রঙের বিকল্পের জন্য। এ ছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় হল গ্রাহকরা আলাদা ভাবে iPhone 13-এর উপরে এক্সচেঞ্জ এবং ব্যাঙ্ক অফারের সুবিধা পেয়ে যাবেন।
advertisement
4/6
Flipkart-এ iPhone 13-এর উপরে এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে ১৯,০০০ টাকার। Flipkart-এ iPhone 13-এর উপরে পাওয়া যাচ্ছে অন্যান্য ছাড়ও। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) মাস্টারকার্ড (Mastercard) ডেবিট কার্ডের মাধ্যমে iPhone 13 কিনলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এ ছাড়াও এইচডিএফসি (HDFC) ক্রেডিট কার্ডের মাধ্যমে Flipkart-এ iPhone 13 এর উপরে পাওয়া যাচ্ছে ১,০০০ টাকার ছাড়।
advertisement
5/6
এ ছাড়া iPhone 12-এর ৬৪ জিবি মডেল পাওয়া যাচ্ছে মাত্র ৫৯,৯৯৯ টাকায়। জনপ্রিয় ই-কমার্স সংস্থা Flipkart-এ iPhone 12-এর ১২৮ জিবি মডেল পাওয়া যাচ্ছে মাত্র ৬৪,৯৯৯ টাকায়। এর বাইরে ওই ফোনে এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে ১৭,০০০ টাকার। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) কার্ডের মাধ্যমে iPhone 12 কিনলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
advertisement
6/6
Flipkart-এ iPhone 11-এর ১২৮ জিবি মডেল পাওয়া যাচ্ছে মাত্র ৪৬,৯৯৯ টাকায়। ৬৪ জিবি মডেল পাওয়া যাচ্ছে মাত্র ৩৯,৯৯৯ টাকায়। জনপ্রিয় ই-কমার্স সংস্থা Flipkart-এ iPhone 11-এর উপরে এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে ১৬,০০০ টাকার