Passport Digilocker: পাসপোর্ট বানানো এখন সেকেন্ডের কাজ, ‘নথি ছাড়াই হবে সব’, কেবল মোবাইলে থাকতে হবে এই অ্যাপ
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Passport Digilocker: সময় খরচ, দৌড়াদৌড়ির দিন শেষ। এখন ঘরে বসে খুব সহজে পাসপোর্ট বানানো যাবে। এর জন্য আলাদা করে কিছু করতেও হবে না। শুধু স্মার্টফোনে থাকতে হবে একটা অ্যাপ। তার মাধ্যমেই যে কেউ পাসপোর্টের জন্য নথিপত্র জমা দিতে পারবেন।
advertisement
1/8

পাসপোর্ট বানানো নিয়ে আর চিন্তা করতে হবে না। সময় খরচ, দৌড়াদৌড়ির দিন শেষ। এখন ঘরে বসে খুব সহজে পাসপোর্ট বানানো যাবে। এর জন্য আলাদা করে কিছু করতেও হবে না। শুধু স্মার্টফোনে থাকতে হবে একটা অ্যাপ। তার মাধ্যমেই যে কেউ পাসপোর্টের জন্য নথিপত্র জমা দিতে পারবেন।
advertisement
2/8
Digilocker-এই মুশকিল আসান: এই কাজে সাহায্য করবে Digilocker অ্যাপ। অ্যাপয়েন্টমেন্টের সময় যদি কেউ দরকারি নথিপত্র নিয়ে যেতে ভুলে যান, তাহলে চিন্তা করার দরকার নেই। এই অ্যাপ পাশে দাঁড়াব।
advertisement
3/8
এই অ্যাপেই সমস্ত নথি যাচাই করে নিতে পারবেন আবেদনকারী। এখানে বলে রাখা ভাল, Digilocker সরকারি প্ল্যাটফর্ম, নথি যাচাইয়ের জন্য ব্যবহৃত হয়।
advertisement
4/8
DigiLocker হল ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের তৈরি ডিজিটাল ওয়ালেট পরিষেবা। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিরাপদে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং মার্কশিটের মতো সরকারী নথি সংরক্ষণ এবং অ্যাক্সেস করতে পারেন। অনলাইন আবেদন জমা দেওয়ার জন্য ডিজিলকারের মাধ্যমে আধার নথি ব্যবহারের অনুমতি দিয়েছে মন্ত্রক।
advertisement
5/8
বিদেশমন্ত্রক জানিয়েছে, পাসপোর্ট আবেদনকারীরা তাঁদের নথিপত্র DigiLocker-এ আপলোড করে রাখলে আবেদন প্রক্রিয়া চলাকালীন আসল কপি আনতে হবে না। পাসপোর্ট আবেদন প্রক্রিয়ায় সময় বাঁচাতেই এই পদক্ষেপ করা হয়েছে।
advertisement
6/8
নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে প্রথমে DigiLocker ব্যবহার করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। এটি সরকারি প্ল্যাটফর্ম। নথিপত্র আপলোড হয়ে গেলে, আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট www.passportindia.gov.in-এর মাধ্যমে অনলাইনে তাঁদের পাসপোর্টের আবেদন জমা দিতে পারবেন।
advertisement
7/8
কীভাবে ভেরিফিকেশন করবেন আবেদনকারী: পাসপোর্ট অফিসে বসেই DigiLocker অ্যাপ ব্যবহার করতে পারবেন আবেদনকারী। প্রথমে ফোনে ওটিপি আসে। তারপর নথিপত্র যাচাই করা হয়।
advertisement
8/8
পাসপোর্ট করতে কত দিন লাগে: এখন প্রশ্ন হল পাসপোর্ট তৈরি করতে কত দিন লাগতে পারে? যাচাইকরণ এবং নথি জমা দেওয়ার পরে, ১৫ দিন থেকে ১ মাস সময় লাগে। এরপর আবেদনকারীর বাড়িতে পাসপোর্ট পৌঁছে যাবে। তবে সময় কমবেশি হতে পারে। সাধারণ পাসপোর্টের ফি ১৫০০ টাকা। তবে, বেশি পৃষ্ঠা চাইলে ২ হাজার টাকা দিতে হবে।