WhatsApp-এ নয়া ফিচার, এবার ক্যাপশন সমেত ছবি বা ভিডিও ফরওয়ার্ডের সুবিধা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জানা গিয়েছে যে এই ফিচার WhatsApp ব্যবহারকারীদের একটি নির্বাচিত গোষ্ঠীর মধ্যে পরীক্ষামূলক ভাবে শুরু করছে
advertisement
1/6

যত দিন যাচ্ছে, WhatsApp-এর ব্যাপারটা ঠিক যেন হয়ে উঠছে সোনায় সোহাগা। আর তার ফরওয়ার্ড করার ক্ষমতা তো সব ব্যবহারকারীই জানে। ফরওয়ার্ডের গুঁতোয় কিছু বাজারে তো এর ব্যবহার পর্যন্ত কমিয়ে দিতে বাধ্য হয়েছিল WhatsApp৷
advertisement
2/6
কিন্তু WhatsApp ব্যবহারকারীদের অনেকদিনের দাবি ছিল, চ্যাটে ছবি বা ভিডিও ফরওয়ার্ড করার সময় যদি বিষয়বস্তুর জন্য ক্যাপশন দেওয়া যেত! তা বলতে নেই, WhatsApp কথা শুনেছে। খুব শীঘ্রই ফরওয়ার্ড টুলে আসছে ক্যাপশনের সুযোগ। জানা গিয়েছে যে এই ফিচার WhatsApp ব্যবহারকারীদের একটি নির্বাচিত গোষ্ঠীর মধ্যে পরীক্ষামূলক ভাবে শুরু করছে।
advertisement
3/6
WABetainfo অনুসারে আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই বিটা সংস্করণ এসেছে। আসা করা যায় যে, আই ওএস ডিভাইসগুলিও আগামী দিনে এই অভিজ্ঞতা লাভ করবে। সব মিলিয়ে একবার উভয় প্ল্যাটফর্ম বৈশিষ্ট্যটি মসৃণভাবে চললে, এটিকে সবার জন্য ছাড়া হবে।
advertisement
4/6
রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের একটি ছবি বা ভিডিও ফরওয়ার্ড করার আগে নতুন টেক্সট যোগ করার সুযোগ দেবে, যাতে ইউজার আগের ক্যাপশনের টেক্সটও পরিবর্তন করতে পারবেন। টেক্সট বক্স যোগ করার মানে হল ইউজার নতুন লেখাকে পাল্টাতে পারবেন।
advertisement
5/6
আসলে কোনও ভিডিও বা ছবি ফরোয়ার্ড করার সময় একটা প্রাসঙ্গিক ক্যাপশন থাকলে তা সবার পক্ষেই বিষয়টা আরও ভালভাবে বুঝতে সাহায্য করতে পারে এবং সবাই জানতে পারবে যে কেন তাদের সঙ্গে এই মিডিয়া শেয়ার করা হয়েছে।
advertisement
6/6
তবে প্রসঙ্গত উল্লেখ্য যে, WhatsApp একজন ব্যক্তির ফরোয়ার্ড করার সংখ্যা সীমিত করে দিয়েছে আগেই। আর কোনও গ্রুপের অ্যাডমিন তাদের গ্রুপের জন্য কোনও বিষয়বস্তু উপযুক্ত কি না সেটাও বিচার করতে পারেন। ক্যাপশন সহ ছবি এবং ভিডিও ফরওয়ার্ড করা ছাড়াও, WhatsApp আরও নানা বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করছে এবং আগামী দিনে সেগুলো যে সর্বসাধারণের জন্য পরিবেশন করবে তাও বলাই বাহুল্য!