TRENDING:

Whatsapp আনছে নতুন ফিচার; ফিল্টার করা যাবে Unread Chats

Last Updated:
Whatsapp ডেস্কটপ বিটা অ্যাপ ভার্সন ২.২২২১.০ -তে নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা অপঠিত মেসেজ বাছাই করার অপশন পাবেন।
advertisement
1/7
Whatsapp আনছে নতুন ফিচার; ফিল্টার করা যাবে Unread Chats
জনপ্রিয় মেসেজিং অ্যাপ Whatsapp বেশ কিছুদিন ধরেই লঞ্চ করে চলেছে একের পর এক নতুন ফিচার। এখন তারা বেশ কিছু নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। জানা গিয়েছে যে, খুব তাড়াতাড়ি Whatsapp চালু করতে চলেছে এই সকল নতুন ফিচার। এর মধ্যে Whatsapp চালু করতে পারে তাদের নতুন ফিচার ফিল্টার আনরিড চ্যাট (Filter Unread Chats)।
advertisement
2/7
WAbtainfo-এর রিপোর্ট অনুযায়ী Whatsapp এই নতুন ফিচার পরীক্ষা করছে ডেস্কটপে চালু করার জন্য। কিন্তু, মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি Whatsapp এই নতুন ফিচার চালু করতে পারে Android এবং iOS ডিভাইসে।
advertisement
3/7
WAbetainfo-এর রিপোর্ট অনুযায়ী, Whatsapp ডেস্কটপ বিটা অ্যাপ ভার্সন ২.২২২১.০ -তে নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা অপঠিত মেসেজ বাছাই করার অপশন পাবেন। নতুন এই ফিচারের মাধ্যমে ইউজাররা ফিল্টার বাটন ব্যবহার করার সুযোগ পাবেন। উইন্ডোর ডানদিকের উপরে থাকতে পারে নতুন এই অপশন। এ ছাড়াও এই ফিচারের সাহায্যে ফিল্টার করা চ্যাট ক্লিয়ার করার অপশন পাওয়া যাবে।
advertisement
4/7
ইউজাররা একসঙ্গে আনরিড মেসেজ দেখতে না চাইলে এই অপশন ব্যবহার করতে পারে। Whatsapp এর নতুন এই ফিচারের মাধ্যমে ইউজাররা ফিল্টার করতে পারবেন না পড়া চ্যাট। এরপর তাদের প্রয়োজন মতো সেটা পড়ার সুযোগ পাবেন। একই সঙ্গে একটি অপশনের মাধ্যমে সেই ফিল্টার করা চ্যট ক্লিয়ার করা যাবে।
advertisement
5/7
WAbetainfo-এর রিপোর্ট অনুযায়ী Whatsapp এই নতুন ফিচার নিয়ে আসতে চলেছে ডেস্কটপের জন্য। এর ফলে ডেস্কটপের ইউজাররা Whatsapp এর এই নতুন ফিচার ব্যবহার করতে পারবেন সবার আগে। Whatsapp এখনই এই নতুন ফিচার Android এবং iOS ডিভাইসের জন্য চালু করছে না। কিন্তু, ভবিষ্যতে তাদের জন্য চালু করা হতে পারে Whatsapp-এর এই নতুন ফিচার।
advertisement
6/7
Whatsapp এর গ্রুপ পোল রেজাল্ট - Whatsapp চালু করতে চলেছে তাদের আরেকটি নতুন ফিচার গ্রুপ পোল রেজাল্ট (Group poll result)। Whatsapp-এর এই নতুন ফিচার রয়েছে iOS বিটা ভার্সন ২২.১২.০.৭৩-তে। এর মাধ্যমে ইউজাররা দেখতে পাবেন কোন বিষয়টি বেশি ভোট পেয়েছে এবং কত শতাংশ ভোটে সে জিতবে সেটাও দেখা যাবে।
advertisement
7/7
Whatsapp এর এই নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা ব্যবহার করতে পারবে উইনিং পোল অপশন। তবে Whatsapp-এর এই গ্রুপ পোলের প্রধান ফিচার সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এই পোল রেজাল্ট অপশন ইউজাররা ব্যবহার করতে পারবেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Whatsapp আনছে নতুন ফিচার; ফিল্টার করা যাবে Unread Chats
Open in App
হোম
খবর
ফটো
লোকাল