এবার চুপিসাড়ে ছাড়া যাবে WhatsApp গ্রুপ, জানতে পারবে না কেউ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
WhatsApp-এর এই নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা নিজেদের ইচ্ছা অনুযায়ী যে কোনও গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারবেন, সেই গ্রুপের কোনও সদস্যকে না জানিয়ে
advertisement
1/6

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp ক্রমশ বদলাচ্ছে নিজের ধরন। একের পর এক ফিচার আসছে, বেশ কিছু বদল হচ্ছে নীতিতে। Meta-অধীনস্থ WhatsApp এ বার নিয়ে আসতে চলেছে নতুন একটি নিয়ম। সে নিয়ম চালু হলে WhatsApp ব্যবহারকারীদের অনেকদিনের আশা পূরণ হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
2/6
WABetainfo-র রিপোর্ট অনুযায়ী WhatsApp খুব তাড়াতাড়ি চালু করতে চলেছে তাদের নতুন ফিচার। WhatsApp-এর এই নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা নিজেদের ইচ্ছা অনুযায়ী যে কোনও গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারবেন, সেই গ্রুপের কোনও সদস্যকে না জানিয়ে।
advertisement
3/6
এখন WhatsApp গ্রুপ থেকে কোনও সদস্য বেরিয়ে গেলে, WhatsApp এর তরফে সেই গ্রুপে একটি সিস্টেম জেনারেটেড নোটিফিকেশন আসে। গ্রুপের অন্য সব সদস্যই দেখতে পান কোনও একজন সদস্য গ্রুপ ছেড়েছেন। যেমন ধরা যাক, "News18 Tech Has Left The Group।"
advertisement
4/6
কিন্তু WhatsApp এর নতুন ফিচার চালু হয়ে গেলে এই ধরনের সিস্টেম মেসেজ আর পাঠান হবে না। তখন শুধুমাত্র ওই গ্রুপের অ্যাডমিন দেখতে পাবেন কে গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছে। WAbetainfo-র তরফে শেয়ার করা একটি স্ক্রিনশটে এই বিশেষ ফিচারের ছবি দেখা যাচ্ছে ডেস্কটপে।
advertisement
5/6
কিন্তু রিপোর্ট বলছে, WhatsApp-এর নতুন ফিচার চালু করা হবে Android ও iOs ডিভাইসের WhatsApp beta-য়। তবে প্রাথমিক ভাবে মোবাইলে এই নতুন ফিচার চালু করা হলেও, পরবর্তীকালে ডেস্কটপে চালু করা হতে পারে।
advertisement
6/6
WAbetainfo-র রিপোর্ট অনুযায়ী WhatsApp এখনও তাদের নতুন ফিচার নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। কিন্তু, খুব তাড়াতাড়ি চালু করে দেওয়া হতে পারে WhatsApp এর নতুন ফিচার। সূত্রের খবর, নতুন এই ফিচার বেটা টেস্টারের মাধ্যমে চালু করা হবে না। একবার WhatsApp-এর নতুন ফিচার চালু হয়ে গেলে, WhatsApp এর তরফে আর দেখানো হবে না কে কোন গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছে। শুধু গ্রুপের অ্যাডমিনরা তা জানতে পারবেন।