WhatsApp Web Security: হোয়াটসঅ্যাপ ওয়েবে অবশেষে আসতে চলেছে এই সিকিউরিটি ফিচার
- Published by:Ananya Chakraborty
Last Updated:
WABetaInfo অনুসারে, ডেস্কটপ অ্যাপ এবং ওয়েব সংস্করণে দ্বি-পদক্ষেপ যাচাইকরণের (two-step verification) ফিচারটি যুক্ত করার জন্য ফিচার ডেভেলপ করছে বলে জানা যাচ্ছে
advertisement
1/8

WhatsApp Web Security : মেটা (Meta) মালিকানাধীন WhatsApp সব সময় তাদের ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার উপলব্ধ করানোর জন্য গবেষণা করে চলেছে। এই কিছুদিন পূর্বেই WhatsApp যে কোনও সময় মেসেজ ডিলিটের অপশনটি সক্রিয় করার জন্য নানান ভাবে চেষ্টা চালাচ্ছিল এবং শেষ পর্যন্ত তারা সফলও হয়েছে।
advertisement
2/8
সম্প্রতি মেটা-মালিকানাধীন WhatsApp- তার ডেস্কটপ অ্যাপ এবং ওয়েব সংস্করণে দ্বি-পদক্ষেপ যাচাইকরণের (two-step verification) ফিচারটি যুক্ত করার জন্য ফিচার ডেভেলপ করছে বলে জানা যাচ্ছে। WABetaInfo অনুসারে, ইতিমধ্যেই এই সিস্টেমে কাজ করা শুরু হয়ে গিয়েছে। খুব শীঘই ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধে নিতে পারবেন।
advertisement
3/8
WhatsApp ভবিষ্যতের আপডেটেড ডেস্কটপ এবং ওয়েব সংস্করণে দ্বি-পদক্ষেপ যাচাইকরণের ফিচারটি আনার পরিকল্পনা করেছে। সম্প্রতি WABetaInfo দ্বারা প্রদত্ত একটি স্ক্রিনশট শেয়ার করে দেখানো হয়েছে যে, দ্বি-পদক্ষেপ যাচাইকরণ ফিচারটি ওয়েব এবং ডেস্কটপ সংস্করণে ইচ্ছে অনুযায়ী এনাবেল বা ডিসএবেল করা যেতে পারে।
advertisement
4/8
WABetaInfo ওই স্ক্রিনশট শেয়ার করে আরও বলেছে যে, “ওয়েব/ডেস্কটপ ক্লায়েন্টের পক্ষে দ্বি-পদক্ষেপ যাচাইকরণের ফিচারটি ইচ্ছে অনুযায়ী এনেবেল বা ডিসএবেল করা সম্ভব হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে যদি কেউ নিজের ফোন হারিয়ে ফেলেন এবং ব্যবহারকারির পিন নম্বরটি মনে থাকে না। সে ক্ষেত্রে ব্যবহারকারী একটি রিসেট লিঙ্কের রিকোয়েস্টের করে তার মাধ্যমে এটি পুনরুদ্ধার করতে পারেন, কিন্তু ব্যবহারকারী যদি সাময়িকভাবে নিজের মেল অ্যাকাউন্টে লগ ইন করতে অক্ষম হন তাহলে তাকে সমস্যায় পড়তে হবে।"
advertisement
5/8
two-step verification ইতিমধ্যেই মোবাইল অ্যাপ সংস্করণে উপলব্ধ রয়েছে যেখানে WhatsApp-এ আমরা আমাদের ফোন নম্বর রেজিস্ট্রেশনের করার সময় একটি ব্যক্তিগত পিন কোড লিখতে হয়।
advertisement
6/8
WhatsApp ব্যবহারকারীদের তাদের অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আইফোনে চ্যাট স্থানান্তর করার অনুমতি দেওয়ার কথাও ভেবে দেখছেন গবেষকরা। তারা এই নিয়ে গবেষণা করার সম্ভাবনার কথাও জানিয়েছেন।
advertisement
7/8
এই বৈশিষ্ট্যটি iOS v22.2.74-এর জন্য সর্বশেষ WhatsApp বিটাতে ডেভেলপ করতে দেখা গিয়েছে। বর্তমানে, এই ফিচারটি সবার জন্য কিন্তু উপলব্ধ নয়৷ তবে মনে করা হচ্ছে WhatsApp মাইগ্রেশন সম্ভব করার জন্য ব্যবহারকারীদের মুভ টু আইওএস নামক একটি অ্যাপের উপর নির্ভর করতে হবে।
advertisement
8/8
সম্প্রতি WhatsApp-এ ব্যক্তিগত তথ্যের মালিকানা নিয়ে সারা বিশ্বজুড়েই নিন্দার ঝড় বয়ে গিয়েছে। এর ফলশ্রুতিতে বেশ কয়েকটি মেসেজিং অ্যাপের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ফলে বাজারগত চাহিদা ও ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে WhatsApp এখন প্রায় দিনই নতুন নতুন ফিচারের আমদানি করছে।