TRENDING:

WhatsApp Update: অন্য কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করছে না তো? জানিয়ে দেবে WhatsApp

Last Updated:
WhatsApp Update: খুব শীঘ্রই ‘লগইন অ্যাপ্রুভাল’ নামে একটি ফিচার আনতে চলেছে WhatsApp
advertisement
1/8
অন্য কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করছে না তো? জানিয়ে দেবে WhatsApp
WhatsApp সর্বদাই তার ব্যবহারকারীদের নতুন নতুন ফিচার অফার করে থাকে। এতে ব্যবহারকারীদের কাজের সুবিধাজনক ফিচার যেমন রয়েছে, অন্য দিকে তেমনই ব্যবহারকারীদের প্রোফাইল প্রোটেকশনের জন্যও নানা ফিচার রয়েছে। তবে এবার WhatsApp ব্যবহারকারীদের জন্য এসেছে সবচেয়ে ভাল খবর!
advertisement
2/8
ব্যবহারকারীরা শীঘ্রই হ্যাকারদের হাত থেকে নিজেদের অ্যাকাউন্ট বাঁচাতে সক্ষম হবেন। খুব শীঘ্রই ‘লগইন অ্যাপ্রুভাল’ নামে একটি ফিচার আনতে চলেছে WhatsApp। WhatsApp বর্তমানে এই নতুন ফিচার নিয়ে কাজ করছে। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারবেন যে কেউ তাঁদের WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করার চেষ্টা করছেন কি না!
advertisement
3/8
তবে এই ফিচার নতুন কিছু নয়। ইতিমধ্যেই Facebook, Google এবং Amazon তাদের সিস্টেমে এই ফিচারটি ব্যবহার করেছে। একটি সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারেন যে, কেউ তাঁদের অ্যাকাউন্ট ব্যবহার করছে কি না।
advertisement
4/8
এই সপ্তাহেই ট্র্যাকার সাইট WABetainfo-র মাধ্যমে লগইন অ্যাপ্রুভালের ফিচারের কথা জানানো হয়ে। তারা আরও জানিয়েছে যে, নতুন অ্যাকাউন্ট লগইন একটি ৬ সংখ্যার কোডের মাধ্যমে অ্যাপ্রুভ বা অনুমোদন করা হবে। এর ফলে ব্যবহারকারীরা ওই অ্যাপ্রুভালের অপশনটি দিতে অস্বীকার করলেই তাঁদের অ্যাকাউন্টে লগ ইন করা বন্ধ করতে পারবেন।
advertisement
5/8
এই ফিচারের মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে এমন অপরিচিত ব্যক্তি সম্পর্কে আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যও পাব, যেমন, হ্যাক করার জন্য ব্যবহৃত ডিভাইস এবং কোন সময়ে হ্যাক করার চেষ্টা করা হয়েছিল ইত্যাদি।
advertisement
6/8
WhatsApp আপাতত নির্বাচিত ব্যবহারকারীদের মাধ্যমে এই ফিচারটি পরীক্ষা করে দেখার চেষ্টা করছে। পরীক্ষা-নিরীক্ষার পর্যায় সমাপ্ত হলে এটি আগামী সপ্তাহ থেকেই বিটা ভার্সনে উপলব্ধ হতে পারে।
advertisement
7/8
WhatsApp বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করছেন। ফলে যে কেউ, যখন খুশি কাউকে মেসেজ করতে পারেন, এর ফলে হ্যাকিংয়ের সমস্যাও তৈরি হয়েছে। WhatsApp ব্যবহার করতে আমাদের একটি এসএমএসের মাধ্যমে মেসেজিং অ্যাপের দেওয়া ৬ সংখ্যার কোডটি ব্যবহার করে রেজিস্টার্ড মোবাইল নম্বরের মাধ্যমে লগ ইন করতে হবে। নিরাপত্তার জন্য সমস্ত ব্যবহারকারীদের একটি ডবল লেয়ার প্রোটেকশনও দেওয়া থাকে।
advertisement
8/8
এছাড়াও WhatsApp Group অ্যাডমিনদের জন্যেও WhatsApp বিশেষ বিশেষ ফিচার আনতে চলেছে। এতে অ্যাডমিনরা মেসেজিং অ্যাপের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বা ভুল তথ্য শেয়ার করছে এমন মেসেজকে অনায়াসেই ডিলিট করে ফেলতে পারবেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp Update: অন্য কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করছে না তো? জানিয়ে দেবে WhatsApp
Open in App
হোম
খবর
ফটো
লোকাল