WhatsApp Trick: ডিলিট হয়ে যাওয়া মেসেজ পড়তে চান? জানুন কী করবেন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
WhatsApp Trick: জেনে নিন কীভাবে সহজেই আপনি দেখে নিতে পারবেন ডিলিট হওয়া মেসেজগুলি
advertisement
1/6

২০১৭ সালে মেসেজ ডিলিট এর নতুন একটি ফিচার নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। কিন্তু মেসেজ ডিলিট করার পড়ে 'দিস মেসেজ ওয়াস ডিলিটেড' একটা নোটিফিকেশন দেখা যায়। আর এই নোটিফিকেশন দেখে অনেক সময় মনে হয় দেখা যাক কী ছিল সেই মেসেজটি। কিন্তু সেই ডিলিট হয়ে যাওয়া মেসেজ কি দেখা সম্ভব?হ্যা, সম্ভব। অ্যানড্রয়েড ফোন থাকলেই সেটা সম্ভব। এর জন্য আপনাকে ডাউনলোড করতে হবে একটি থার্ড পার্টি অ্যাপ। জেনে নিন কীভাবে সহজেই আপনি দেখে নিতে পারবেন সেই ডিলিট হওয়া মেসেজটি।
advertisement
2/6
সবার প্রথমে ফোনে গুগল প্লে স্টোর থেকে WhatsRemoved+ অ্যাপ ডাউনলোড করুন অ্যাপটি ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে আপনার কাথ থেকে যে পারমিশন চাইবে সেটিকে হ্যাঁ করুন। এই অ্যাপটি আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন কোন অ্যাপের অ্যাক্সেস দিতে যান।
advertisement
3/6
এখানে দেওয়া লিস্টের মধ্যে থেকে হোয়াটসঅ্যাপ বেছে নিন আর Allow-তে ক্লিক করে দিন। এবার এই অ্যাপটি হোয়াটসঅ্যাপের প্রত্যেকটি নোটিফিকেশনে অ্যাক্সেস করে নেবে।
advertisement
4/6
এখান থেকে আপনি ওই সব মেসেজও পড়তে পাড়বেন যা ডিলিট করে দেওয়া হয়েছে। ডিলিট মেসেজ দেখার জন্য আপনাকে এই অ্যাপটি ওপেন করে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে হবে।
advertisement
5/6
এই অ্যাপের সাহায্যে আপনি ছবি আর ভিডিও রিকভার করতে পাড়বেন, কিন্তু যদি সেই ছবি বা ভিডিওটি ডাউনলোড হয়নি তো ফিরে পাওয়া সম্ভব নয়
advertisement
6/6
এই অ্যাপটি শুধুমাত্র Android ফোনই কাজ করবে। WhatsRemoved একটি থার্ড পার্টি অ্যাপ যা আপনার ডেটা অ্যাক্সেস করতে পারে।