WhatsApp || বিশেষ একজনের থেকে লুকিয়ে রাখতে চান Last seen স্ট্যাটাস? এ বার সেই সুযোগ দেবে Whatsapp, আসছে আপডেট
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
WhatsApp is rolling out a new privacy option for ‘Last Seen’ feature | নতুন ফিচারের মাধ্যমে Whatsapp ব্যবহারকারীরা বিশেষ কোনও ব্যক্তি বা কয়েকজন ব্যক্তির থেকেও লুকিয়ে রাখতে পারবেন নিজেদের লাস্ট সিন স্টেটাস।
advertisement
1/6

WhatsApp is rolling out a new privacy option for ‘Last Seen’ feature: একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে WhatsApp-এ। এ বার আসছে আর একটি জরুরি ফিচার। খুব শীঘ্রই আসতে পারে সেই নতুন সুবিধা। WhatsApp-এর এই নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা যে কোনও একজনের কাছ থেকে লুকিয়ে রাখতে পারবেন তাঁদের ‘লাস্ট সিন স্ট্যাটাস’ (Last Seen Status)। এতদিন পর্যন্ত ‘লাস্ট সিন স্ট্যাটাস’ (Last Seen Option) লুকোনোর সুবিধা ছিল।
advertisement
2/6
কিন্তু সে ক্ষেত্রে সমস্ত কন্ট্যাক্টের কাছ থেকেই তা লুকোতে হত। উপরন্তু অন্য সকল কন্ট্যাক্টের ‘লাস্ট সিন স্ট্যাটাস’ দেখতে পাওয়ার সুযোগও হারাতে হত। নতুন ফিচারের মাধ্যমে Whatsapp ব্যবহারকারীরা বিশেষ কোনও ব্যক্তি বা কয়েকজন ব্যক্তির থেকেও লুকিয়ে রাখতে পারবেন নিজেদের লাস্ট সিন স্টেটাস। আপাতত WhatsApp এই নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই নতুন ফিচার চালু করে দেওয়া হবে।
advertisement
3/6
WABetainfo-এর রিপোর্ট অনুযায়ী, WhatsApp তাদের নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) বিটা দু’টি ভার্সনের জন্যই নিয়ে আসতে পারে। নতুন ফিচারের পরীক্ষা নিরীক্ষা চলছে এই দু’টি ভার্সনেই। ঠিক কবে এই ফিচার লঞ্চ করা হবে সেই বিষয়ে অবশ্য এখনও কিছু জানান হয়নি। কিন্তু, মনে করা হচ্ছে, আগামী মাসের মধ্যেই WhatsApp-এর এই নতুন লাস্ট সিন অপশন লঞ্চ করা হতে পারে।
advertisement
4/6
Meta-অধীনস্থ মেসেজিং প্লাটফর্ম WhatsApp ইতিমধ্যেই জানিয়েছে যে ২০২২ সালে তারা মোট পাঁচটি নতুন ফিচার চালু করবে। এই ৫টি ফিচার হল - ফাইল শেয়ারিং লিমিটের বাড়িয়ে ২জিবি করা, WhatsApp এর অডিও কল ৩২ জন সদস্যের অন্তর্ভুক্তি, গ্রুপের অ্যাডমিন ক্ষমতা বৃদ্ধি যাতে তিনি যে কোনও অবাঞ্ছিত মেসেজ ডিলিট করতে পারেন। আর আরেকটি হল WhatsApp-এর লাস্ট সিন স্টেটাস লুকোনোর অপশন।
advertisement
5/6
WhatsApp-এর এই নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা নির্দিষ্ট কন্ট্যাক্টের থেকে WhatsApp লাস্ট সিন স্ট্যাটাস লুকিয়ে রাখতে পারবে। এই বিশেষ ফিচারটি নিয়ে মানুষের মধ্যে উৎসাহ রয়েছে। আরও একটি বিষয় নিয়ে সাধারণ ব্যবহারকারীরা উদ্বিগ্ন, তা হল প্রাইভেসি। যে কোনও মানুষ যাঁর WhatsApp অ্যাকাউন্ট রয়েছে, চাইলেই আপনার নম্বর সেভ করে আপনার প্রোফাইলে উঁকি দিয়ে যেতে পারেন।
advertisement
6/6
আপনি হয়তো তাঁকে চেনেনই না। বর্তমান সময়ে যখন Whatsapp-কে কেন্দ্র করে নান রকম ব্যবসায়িক লেনদেন হয় তখন ফোন নম্বর ছড়িয়ে পড়াটা খুবই সহজ। সে ক্ষেত্রে আপনার প্রোফাইলের ছবি বা আপনার সম্পর্কে লেখা (about) অচেনা ব্যক্তি দেখতে পাবে সেটা নিরাপদ নয়। আশা করা যায় কর্তৃপক্ষ এ বিষয়েও ভাবনা চিন্তা শুরু করবেন শীঘ্রই।