WhatsApp Voice Message: ভয়েস নোট রেকর্ড করতে গেলে এবার পাবেন Pause –এর সুবিধা, আসছে আপডেট
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
WhatsApp to Soon Let Users Pause Voice Notes While Recording | কিছু বিটা টেস্টারে ভয়েস রেকর্ডিংয়ের ক্ষেত্রে ‘play and pause’ ব্যবহার করে দেখা হচ্ছে।
advertisement
1/6

WhatsApp New Feature Update: হোয়াটসঅ্যাপ (WhatsApp) ভয়েস নোট-এ আসছে পজ দেওয়ার সুবিধা। Android beta app ব্যবহারকারীদের জন্য এই সুবিধা বরাদ্দ করতে চলেছে হোয়াটসঅ্যাপ। এর আরে একই ভাবে আপডেট করা হয়েছিল iOS এবং desktop ব্যবহারকারীদের জন্য। তবে সে সময় বোঝা যায়নি যে অ্যান্ড্রয়েডেও এই সুবিধা আসতে চলেছে (WhatsApp to Soon Let Users Pause Voice Notes While Recording)।
advertisement
2/6
নতুন এই সিদ্ধান্তের কথা জানা গিয়েছে WhatsApp tracking digital publication WABetaInfo-র তরফে। তাদের সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, কিছু বিটা টেস্টারে ভয়েস রেকর্ডিংয়ের ক্ষেত্রে ‘play and pause’ ব্যবহার করে দেখা হচ্ছে। তবে এটা পাওয়া যাবে নতুন WhatsApp Business beta ইনস্টল করার পর, আর সেটাও সম্ভব হবে Android 2.22.6.7 আপডেটেড মোবাইলের ক্ষেত্রে।
advertisement
3/6
যদি কোনও Android beta channel-এ থাকা ফোনে হোয়াটসঅ্যাপ ভয়েস রেকর্ডিংয়ের সময় নতুন ‘pause’ ও ‘resume’ ফিচার দেখা না যায়, তা হলে বুঝতে হবে, ওই ডিভাইসে আপডেট করা সম্ভব নয়। সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা দেখেছেন যে তাঁরা এক মিনিটের বেশি সময় ধরে ভয়েস নোট রেকর্ড করতে পারছেন (WhatsApp to Soon Let Users Pause Voice Notes While Recording)। কিন্তু সেখানেও কোনও pause অপশন নেই। নতুন আপডেট ব্যবহারকারীদের সেই সুবিধাই দেবে।
advertisement
4/6
Meta অধীনস্ত হোয়াটসঅ্যাপ আসলে যথেষ্ট ধীর গতিতে তার ভয়েস নোট ফিচার আপডেট করছে। সম্প্রতি সংস্থা এক নতুন আপডেট বরাদ্দ করেছে যাতে, ব্যবহারকারীরা ব্যাকগ্রাউন্ডে ভয়েস নোট চালিয়ে রাখতে পারেন। অর্থাৎ, অন্য কোনও অ্যাপ খুলে রাখলেও হোয়াসঅ্যাপের ভয়েস নোট শোনা যেতে পারে।
advertisement
5/6
তবে, এর একটা অন্য সমস্যা রয়েছে। যে মুহূর্তে ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট চ্যাট ছেড়ে বেরিয়ে যাবেন, অমনি ভয়েন নোট নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। সোজা কথায়, কোনও ভয়েস নোটকে ব্যকগ্রাউন্ডে রেখে অন্য কারও মেসেজ পড়তে পারবেন না ব্যবহারকারী।
advertisement
6/6
মেটা ইতিমধ্যেই তাদের মাসিক রিপোর্ট প্রকাশ করেছে, ভারতীয় তথ্য-প্রযুক্তি আইনের সঙ্গে সঙ্গতি রেখেই তার বিন্যাস করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ প্রায় ১৮.৫৮ লক্ষ ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে জানুয়ারি ২০২২-এ। এ সবই করা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে।