TRENDING:

আজই WhatsApp-এ বদলে ফেলুন সেই সেটিংস, অপছন্দের গ্রুপে যুক্ত করতে পারবে না কেউ

Last Updated:
Whatsapp গ্রুপে যুক্ত হওয়া রোধ করতে কিছু সেটিংস পরিবর্তন করতে হবে
advertisement
1/4
আজই WhatsApp বদলে ফেলুন সেই সেটিংস, অপছন্দের গ্রুপে যুক্ত করতে পারবে না কেউ
হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। বেশিরভাগ মানুষেরাই অন্য যে কোনও ইন্টারেক্টিভ মেসেজিং প্ল্যাটফর্মের পরিবর্তে WhatsApp বেছে নেন। এর অন্যতম কারণ হল, এর সিকিউরিটি এবং গোপনীয়তা রক্ষার একাধিক ফিচার। হোয়াটসঅ্যাপের গ্রুপ ফিচারটির মাধ্যমে পরিবার, বন্ধু, সহকর্মীদের সঙ্গে খুব সহজেই যুক্ত থাকা যায়, কিন্তু এই গ্রুপ ফিচারটির যেমন সুবিধা আছে তেমনই অনেক সময় এটি বিরক্তের কারণ হয়ে ওঠে।
advertisement
2/4
অনেক সময় এমন হয়ে থাকে যে আপনার অনুমতি ছাড়াই কোনও না কোনও গ্রুপে আপনাকে যুক্ত করে দেওয়া হয়। কারণ অহেতুক হাজারটা গ্রুপে যুক্ত হতে অনেকেই পছন্দ করেন না। যদিও আপনি চাইলে সহজেই সেই গ্রুপ ছেরে বেরিয়ে যেতে পারেন, কিন্তু তাতে যে সব সমস্যার সমাধান হয়ে যাবে তা হয়। পরে ফের আবার কোনও গ্রুপে যুক্ত হয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়। এই পরিস্থিতি থেকে মুক্তির একটি উপায় রয়েছে। আপনাকে শুধু মাত্র একটি সেটিংসে একটি পরিবর্তন করতে হবে আর তারপর আপনি নিশ্চিন্ত হয়ে যেতে পারবেন। জেনে নিন কীভাবে করবেন...
advertisement
3/4
প্রথমেই ফোন হোয়াটসঅ্যাপ ওপেন করুন। তারপর উপরে ডানদিকে থ্রি ডট মেনুতে ক্লিক করুন। সেখান থেকে ‘সেটিংস’-এ যান। তারপর ‘অ্যাকাউন্টস’ সিলেক্ট করুন। ‘অ্যাকাউন্টস’-এর ভিতরে রয়েছে ‘প্রাইভেসি’। তার ভিতরেই পাবেন ‘গ্রুপস’। এখানে বাই ডিফল্ট ‘Everyone’ হয়ে থাকে। অর্থাৎ, যে কেউ আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করতে পারে।
advertisement
4/4
আপনি এবার সেটিকে ‘My Contacts’ করে দিলে আপনার ফোনে সেভ করে রাখা কনট্যাক্ট তালিকার লোকজনই আপনাকে কোনও গ্রুপে যুক্ত করতে পারবে। আবার চাইলে আপনি ‘My Contacts Except’ বিকল্পটি কেও বেছে নিতে পারেন। এতে আপনার কনট্যাক্ট তালিকায় থাকলেও কিছু নির্দিষ্ট ব্যক্তির পক্ষে আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা সম্ভব হবেনা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
আজই WhatsApp-এ বদলে ফেলুন সেই সেটিংস, অপছন্দের গ্রুপে যুক্ত করতে পারবে না কেউ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল