TRENDING:

WhatsApp Privacy Update: থার্ড পার্টি অ্যাপ নিয়ে বিব্রত? ইউজার প্রাইভেসির স্বার্থে ব্লক করবে WhatsApp-ই

Last Updated:
WhatsApp privacy update: ইউজারদের অতিরিক্ত সুরক্ষা দেওয়ার জন্য WhatsApp ব্লক করে দেবে এই সকল থার্ড পার্টি অ্যাপ।
advertisement
1/6
থার্ড পার্টি অ্যাপ নিয়ে বিব্রত? ইউজার প্রাইভেসির স্বার্থে ব্লক করবে WhatsApp-ই
বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp লঞ্চ করে চলেছে বিভিন্ন ধরনের নতুন ফিচার। WhatsApp নিয়ে আসতে চলেছে তাদের নতুন ফিচার। এই নতুন ফিচারের মাধ্যমে সেই সকল অ্যাপ ব্লক করে দেওয়া হবে, যাদের ব্যবহার করে WhatsApp-এর লাস্ট সিন এবং অনলাইন স্টেটাস চেক করা হয়। WhatsApp প্রাইভেসি বজায় রাখার জন্য ব্লক করতে চলেছে এই ধরনের সকল থার্ড পার্টি অ্যাপ।
advertisement
2/6
ইউজারদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সকল থার্ড পার্টি অ্যাপ WhatsApp-এর ইউজারদের সমস্যায় ফেলার চেষ্টা করে। এর জন্য ইউজারদের অতিরিক্ত সুরক্ষা দেওয়ার জন্য WhatsApp ব্লক করে দেবে এই সকল থার্ড পার্টি অ্যাপ।
advertisement
3/6
WhatsApp অনেক আগে থেকেই তাদের ইউজারদের সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের ফিচার লঞ্চ করেছে। WhatsApp ওয়ার্কিং প্রফেশনালদের জন্য লঞ্চ করেছে গুরুত্বপূর্ণ ফিচার। যার মাধ্যমে WhatsApp-এর ইউজাররা নির্দিষ্ট ব্যক্তিদের থেকে গোপন করে রাখতে পারবে লাস্ট সিন ইনফরমেশন। WhatsApp প্রথমে এই ফিচার বেটা ভার্সনের জন্য চালু করলেও, বর্তমানে এই ফিচার সকল WhatsApp ইউজারদের জন্য চালু করা হয়েছে।
advertisement
4/6
এই ফিচারটি প্রথম চালু করা হয়েছিল WhatsApp বেটা ভার্সন ২.২১.২৩.১৪-তে। এই নতুন ফিচারের মাধ্যমে WhatsApp ইউজাররা তাদের প্রোফাইল পিকচারও গোপন করে রাখতে পারে নির্দিষ্ট ব্যক্তিদের থেকে। এবার WhatsApp তাদের ইউজারদের অতিরিক্ত সুরক্ষা দেওয়ার জন্য নিয়ে আসতে চলেছে নতুন ফিচার। এর মাধ্যমে ব্লক করে দেওয়া হবে বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ।
advertisement
5/6
WhatsApp তাদের ইউজারদের কথা মাথায় রেখে লঞ্চ করেছে আধুনিক ফিচার। আধুনিক ফিচারের সুবিধা দেওয়ার সঙ্গে সঙ্গে WhatsApp তাদের ইউজারদের সুরক্ষার দিকেও বিশেষ নজর রেখেছে। যে সকল থার্ড পার্টি অ্যাপ WhatsApp-এর ইউজারদের প্রাইভেসিতে হস্তক্ষেপ করে তাদের ব্লক করে দেওয়া হবে। যে সকল থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে WhatsApp-এর ইউজারদের লাস্ট সিন এবং অনলাইন স্টেটাস চেক করা হয়, WhatsApp-এর নতুন ফিচারের মাধ্যমে সেগুলো ব্লক করে দেওয়া হবে।
advertisement
6/6
WhatsApp তার ইউজারদের সুরক্ষার জন্য নিয়ে এসেছে বিভিন্ন ধরনের ফিচার। এর মাধ্যমে WhatsApp-এর ইউজাররা তাদের পছন্দ মতো অপশন বেছে নিতে পারে। প্রোফাইল পিকচার, লাস্ট সিন, অনলাইন স্টেটাস ইত্যাদি নিজেদের পছন্দ মতো নির্দিষ্ট ব্যক্তিদের থেকে লুকিয়ে রাখা সম্ভব। WhatsApp সব সময় কাজ করে চলেছে ইউজারদের সবথেকে ভালো পরিষেবা দেওয়ার জন্য।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp Privacy Update: থার্ড পার্টি অ্যাপ নিয়ে বিব্রত? ইউজার প্রাইভেসির স্বার্থে ব্লক করবে WhatsApp-ই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল