TRENDING:

WhatsApp Pay Cashback Offer: ১ টাকা পাঠা্ন আর পেয়ে যান ৫১ টাকার ক্যাশব্যাক, জেনে নিন কীভাবে

Last Updated:
WhatsApp Pay সার্ভিসের মাধ্যমে ইউজাররা নিজেদের পছন্দ অনুযায়ী পেমেন্ট করতে পারবে এবং তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাকের সুবিধা।
advertisement
1/8
WhatsApp-এর আকর্ষণীয় ক্যাশব্যাক অফার! ১ টাকা পাঠা্ন আর পেয়ে যান ৫১ টাকা
জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp কিছু দিন আগেই চালু করেছিল তাদের পেমেন্ট সার্ভিস। এবার দিওয়ালির জন্য WhatsApp নিয়ে এসেছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। WhatsApp Pay সার্ভিসের মাধ্যমে প্রতিটি ট্রানজাকশনে দেওয়া হচ্ছে ৫১ টাকার ক্যাশব্যাকের সুবিধা (WhatsApp Pay Cashback Offer)। অর্থাৎ ইউজাররা WhatsApp Pay সার্ভিসের মাধ্যমে অন্য কাউকে ১ টাকা পাঠালেও, সে পেয়ে যাবে ৫১ টাকার ক্যাশব্যাকের সুবিধা।
advertisement
2/8
এছাড়াও WhatsApp Pay সার্ভিসের মাধ্যমে টাকা পাঠানোর ওপর কোনও লিমিট রাখা হয়নি। WhatsApp Pay সার্ভিসের মাধ্যমে ইউজাররা নিজেদের পছন্দ অনুযায়ী পেমেন্ট করতে পারবে এবং তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাকের সুবিধা (WhatsApp Pay Cashback Offer)।
advertisement
3/8
WhatsApp Pay সার্ভিসের মাধ্যমে ইউজাররা তাদের প্রথম পাঁচটি ট্রানজাকশনে পেয়ে যাবে ৫১ টাকা করে ক্যাশব্যাকের সুবিধা। ক্যাশব্যাকের এই টাকা সরাসরি ইউজারদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, যে অ্যাকাউন্ট WhatsApp Pay সার্ভিসের সঙ্গে লিঙ্ক করা রয়েছে। WhatsApp Pay সার্ভিসের এই ক্যাশব্যাকের সুবিধা এখন শুধু অ্যান্ড্রয়েড (Android) ডিভাইজেই পাওয়া যাচ্ছে।
advertisement
4/8
এক নজরে দেখে নেওয়া যাক কী ভাবে সেট আপ করা যাবে WhatsApp Pay সার্ভিস- প্রথমেই ক্লিক করতে হবে রি (Re) আইকন। এটি WhatsApp চ্যাটের টেক্সট ফিল্ডে রয়েছে। এর পর WhatsApp-এর পক্ষ থেকে একটি নোটিফিকেশন সেন্ড করা হবে পেমেন্ট অপশনের। সেই পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে।
advertisement
5/8
এর পর নিজেদের পছন্দ অনুযায়ী ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে। ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করার আগে দেখে নিতে হবে নিজেদের সেই WhatsApp নম্বর সেই ব্যাঙ্কের রেজিস্টার্ড মোবাইল নম্বর কি না। এক্ষেত্রে তা না হলে, সবার আগে সেটি করতে হবে।
advertisement
6/8
এর পর ভেরিফিকেশনের জন্য এসএমএস (SMS) আসবে নিজেদের ফোনে। যদি ইউজারদের ইউপিআই পিন (UPI PIN) আগে থেকেই সেট করা থাকে তাহলে সেটি শুধু অ্যাকটিভ করতে হবে। আর প্রথম বার ইউপিআই সেট করার জন্য নতুন পিন সেট আপ করতে হবে।
advertisement
7/8
WhatsApp অনেক দিন আগেই ভারতে তাদের পেমেন্ট সার্ভিস চালু করলেও, এখন তারা ইউজারদের জন্য নিয়ে আসছে নতুন নতুন ফিচার। WhatsApp Pay সার্ভিসের মাধ্যমে সকল ইউজারদের দেওয়া হচ্ছে আকর্ষণীয় ক্যাশব্যাকের সুবিধা।
advertisement
8/8
WhatsApp তাদের পেমেন্ট সার্ভিসকে জনপ্রিয় করে তোলার জন্য লঞ্চ করেছে ৫১ টাকার ক্যাশব্যাকের সুবিধা (WhatsApp Pay Cashback Offer)। ভারতে বিভিন্ন ধরনের পেমেন্ট সার্ভিসের অ্যাপ রয়েছে। WhatsApp তাদের অ্যাপের মতো, তাদের পেমেন্ট সার্ভিসকে জনপ্রিয় করে তুলতে লঞ্চ করেছে এই ক্যাশব্যাক অফার।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp Pay Cashback Offer: ১ টাকা পাঠা্ন আর পেয়ে যান ৫১ টাকার ক্যাশব্যাক, জেনে নিন কীভাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল