TRENDING:

WhatsApp New Feature: গোপন রাখা যাবে ব্যক্তিগত তথ্য, নয়া ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ

Last Updated:
WhatsApp New Feature: এক নজরে দেখে নেওয়া যাক, হোয়াটসঅ্যাপ আপডেটের মাধ্যমে কী কী নতুন ফিচার পাওয়া যাবে।
advertisement
1/6
গোপন রাখা যাবে ব্যক্তিগত তথ্য, নয়া ফিচার নিয়ে এল WhatsApp
জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp তার ইউজারদের কথা মাথায় রেখে নিয়ে আসছে নতুন নতুন ফিচার। এর মাধ্যমে ইউজাররা আরও বেশি সুবিধা লাভ করতে পারবে। WhatsApp-এর আপডেটের মাধ্যমে ইউজাররা নতুন নতুন সব ফিচারের সুবিধা পেয়ে যাবে। এর মাধ্যমে হাই রেজোলিউশন (High Resolution) ছবি সেন্ড করার সঙ্গে সঙ্গে ইউজাররা তাদের ইনফরমেশন গোপন রাখতে পারবে।
advertisement
2/6
তারা নির্দিষ্ট কোন ব্যাক্তির পার্সোনাল মেসেজও লুকিয়ে রাখতে পারবে। এর ফলে তাদের গোপনীয়তা বজায় থাকবে এবং নিজেদের তথ্যও সুরক্ষিত থাকবে। WhatsApp অনেক দিন ধরেই তাদের ইউজারদের উন্নত পরিষেবা দেওয়ার জন্য নানা ধরনের ফিচার লঞ্চ করে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক, WhatsApp আপডেটের মাধ্যমে কী কী নতুন ফিচার পাওয়া যাবে।
advertisement
3/6
হাই কোয়ালিটি WhatsApp ফটো - WhatsApp-এর প্রায় ২ বিলিয়ন অ্যাকটিভ ইউজার রয়েছে। এর জন্যই WhatsApp বিশ্বের সব থেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ। এর মাধ্যমে মেসেজ পাঠানোর সঙ্গে সঙ্গে ভিডিও এবং ছবিও পাঠানো হয়। অনেক ছবি বা ভিডিও একসঙ্গে পাঠালেও পরিষেবায় যেন কোনও বিঘ্ন না ঘটে, তার জন্য WhatsApp ইউজারদের জন্য নিয়ে এসেছে তিনটি নতুন মোড। 'বেস্ট কোয়ালিটি'(Best Quality), 'ডেটা সেভার' (Data Saver), 'অটো' (Auto)- এর মাধ্যমে WhatsApp ইউজাররা হাই কোয়ালিটির ছবি ও ভিডিও পাঠাতে পারবে।
advertisement
4/6
WhatsApp ডিসঅ্যাপেয়ারিং মেসেজ ইম্প্রুভমেন্টস (Disappearing Message Improvements) - WhatsApp-এ ডিসঅ্যাপেয়ারিং মেসেজ এই ফিচারটি কিছু দিন আগে লঞ্চ করা হয়েছিল। এর মাধ্যমে ইউজাররা নির্দিষ্ট দিন অন্তর সেই মেসেজ দেখতে পেত না। কিন্তু এখন ডিসঅ্যাপেয়ারিং মেসেজ ফিচারটিকে ইম্প্রুভ করা হয়েছে। এর সাথে নতুন 'ভিউ ওয়ান্স' (View Once) যোগ করা হয়েছে। এর ফলে ইউজাররা সেই মেসেজ আবার দেখতে পাবে।
advertisement
5/6
ইম্প্রুভড কন্টাক্ট প্রাইভেসি কন্ট্রোল (Improved Contact Privacy Controls) - WhatsAppৃএর মাধ্যমে এখন ইউজাররা তাদের প্রোফাইল পিকচার (Profile Picture), স্টেটাস (Status), অ্যাবাউট (About), লাস্ট সিন (Last Seen), মাই কন্টাক্ট (My Contact) ইত্যাদি লুকিয়ে রাখতে পারে 'এভরিওয়ান' (Everyone) ও 'নোবডি' (Nobody) অপশনের মাধ্যমে। এখন WhatsApp-এর নতুন ফিচার 'মাই কন্টাক্ট এক্সেপ্ট' (My Contact Except) এর মাধ্যমে নির্দিষ্ট কোনও ব্যক্তির থেকেও তা লুকিয়ে রাখতে পারে ইউজাররা।
advertisement
6/6
প্রিয়জন বা সেন্ডিং ইমেজেস অ্যাজ স্টিকারস (Sending Images As Stickers) - এটি WhatsApp-এর একটি উন্নত নতুন ফিচার। এর মাধ্যমে ছবি স্টিকার হিসেবে পাঠানো যাবে।যে কোনও কাজের ক্ষেত্রে বর্তমানে যোগাযোগের অন্যতম মাধ্যম WhatsApp। মেসেজ করা, ফোন করা বা ভিডিও কল- সব কিছুই সম্ভব ওই অ্যাপে। পাশাপাশি ছবি, স্টিকার, ডকুমেন্ট সহ সব কিছুই পাঠানো সম্ভব WhatsApp-এর মাধ্যমে। তবে এবার ব্যবহারকারীদের সুবিধার জন্য একটি নতুন আপডেট (WhatsApp new feature) আনছে সংস্থাটি। স্টিকার (WhatsApp Sticker) তৈরি বা পাঠানোর জন্য একটি নতুন অপশন বা আলাদা বাটন যোগ করা হবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
WhatsApp New Feature: গোপন রাখা যাবে ব্যক্তিগত তথ্য, নয়া ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল